বগুড়ার ৩টি সংসদীয় আসনে মান্নাসহ ৭ জনের মনোনয়নপত্র বাতিল 

বগুড়ার ৩টি সংসদীয় আসনে মান্নাসহ ৭ জনের মনোনয়নপত্র বাতিল 

স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২(শিবগঞ্জ) আসনে বিএনপি জোটের প্রার্থী নাগরিক ঐক্য‘র সভাপতি মাহমুদুর রহমান মান্নাসহ বগুড়ার তিনটি সংসদীয় আসনে ৭ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। আজ শুক্রবার মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিন সকাল ১০ টায় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন পত্র যাচাই বাছাই কার্যক্রম চলে। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বেলা সাড়ে ৩টায়র দিকে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান এই সিদ্ধান্ত জানান। রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান জানান, তিনি হলফনামায় ফৌজদারি মামলার কোন তথ্য দেননি। তার হলফনামায় নানা অসঙ্গতি রয়েছে। এছাড়াও তিনি সম্পদ বিবরণী ফরম দাখিল করেননি। তার আপিল করার সুযোগ রয়েছে বলেন জানান রিটার্নিং অফিসার ।
সকাল ১০ টায় বগুড়া-১ আসনের ৭ প্রার্থীর মনোনয়ন পত্র যাচাই কালে স্বতন্ত্র প্রার্থী লিপির মনোনয়ন বাতিল করা হয়। মনোনয়নপত্রের সঙ্গে এক শতাংশ ভোটারের সমর্থন তালিকা জমা দিলেও যাচাই-বাছাইয়ে ভোটারদের স্বাক্ষর ও তথ্যের মধ্যে গড়মিল পাওয়া যায়। এ কারণে তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। এই আসনে ইসলামী আন্দোলন বাংলণাদেশ এর প্রার্থী এবিএম মোস্তফা কামালের শিক্ষা সনদ সঠিক না হওয়ায় তার মনোনয়ন পত্রও বাতিল করা হয়েছে। 
বিএনপির প্রার্থী সাবেক এমপির কাজী রফিকুল ইসলাম  এবং এ কে এম আহসানুল তৈয়ব জাকিরের মনোনয়ন পত্র গ্রহন করা হয়েছে। জামায়াতে ইসলামীর প্রার্থী মো. শাহাবুদ্দিন, গণফোরামের জুলফিকার আলী ও বাংলাদেশ কংগ্রেসের মো. আসাদুল হকের মনোনয়ন পত্রও বৈধ হিসেবে গ্রহন করা হয়েছে। এই আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।  
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ৭ জন প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়ন পত্র বাতিল হয়েছে এর মধ্যে রয়েছে নাগরিক ঐক্য প্রার্থী মাহমুদুর রহমান মান্না ও জাপার প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহসহ রয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. রেজাউল করিম তালু এবং গণ অধিকার পরিষদ মো. সেলিম সরকার। বিএনপির প্রার্থী মীর মাহে আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মো. জামাল হোসেন এবং জামায়াতে ইসলামীর আবুল আজাদ মোহাম্মাদ শাহাদুজ্জামানের মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে এটি জানান। 
জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, শরিফুল ইসলাম জিন্নাহ তাঁর হলফনামায় সম্পদের বিবরণীর ফরম দাখিল করেন নি। এই অসংগতির কারণে তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে । 
স্বতন্ত্র প্রার্থী মো. রেজাউল করিম তালু হলম নামায় তথ্য গোপন করেছেন। গণ পরিষদের মো. সেলিম সরকার তার হলফ নামায় তথ্য গোপন করায় মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। 
অন্যদিকে বগুড়া-৩ আসনে (দুপচাঁচিয়া-আদমদীঘি) ৫ প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মো. শাহজাহান আলী তালুকদারের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে । এই প্রার্থীর হলফনামায় মামলার তথ্য গরমিল থাকায় তা বাতিল করা হয়। 
বৈধ অন্য প্রার্থীরা হলেন, বিএনপির প্রার্থী মো. আব্দুল মহিত তালুকদার, জাতীয় পার্টির মো. শাহিনুল ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিস এর প্রার্থী মো. নূর মোহাম্মাদ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/152469