করতোয়ায় সংবাদ প্রকাশের পর সহায়তা পেলেন ফুলমণি মুর্মু

করতোয়ায় সংবাদ প্রকাশের পর সহায়তা পেলেন ফুলমণি মুর্মু

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : গত ২৯ ডিসেম্বর দৈনিক করতোয়ায় ঘোড়াঘাটে পাঁচ সন্তান থাকা সত্ত্বেও মানবেতর জীবন বৃদ্ধা ফুলমণি মুর্মু'র’ শীর্ষক সংবাদ প্রকাশের পর অবশেষে সহায়তা পেলেন অসহায় বৃদ্ধা ফুলমণি মুর্মু। 
আজ শুক্রবার সকাল ১০টায় ঘোড়াঘাট উপজেলা যুবদলের সদস্য সচিব মোফাজ্জল হোসেন প্রধান ব্যক্তিগত উদ্যোগে তার পাশে দাঁড়ান। এসময় শীতের পোশাক, শাড়ি এবং আগামী ৩ মাসের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও চাল সহায়তা হিসেবে প্রদান করেন তিনি। 
এসময় মোফাজ্জল হোসেন প্রধান বলেন, সন্তান থাকা সত্ত্বেও এই বৃদ্ধা মা চরম অবহেলায় দিন কাটাচ্ছেন। এটি শুধু একজন মানুষের নয়, পুরো সমাজের ব্যর্থতা। আমরা মানবিক দায়িত্ব থেকেই পাশে দাঁড়িয়েছি। তিনি আশ্বাস দেন, অল্প কয়েকদিনের মধ্যেই বৃদ্ধা ফুলমণি মুর্মুর বসতঘর ও টিনের চালা মেরামত করে দেওয়া হবে। এসময় দিনাজপুর-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রফেসর ডা. এ.জেড.এম জাহিদ হোসেনের জন্য দোয়া কামনা করেন তিনি।
স্থানীয়রা জানান, সংবাদ প্রকাশের মাধ্যমে বিষয়টি জনসম্মুখে আসায় মানবিক সহায়তা নিশ্চিত হয়েছে, যা প্রশংসনীয় উদ্যোগ। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরণের মানবিক সহায়তা অব্যাহত থাকবে এবং ফুলমণি মুর্মুর মতো অসহায় মানুষরা সমাজের সহযোগিতায় স্বাভাবিক জীবনযাপনের সুযোগ পাবেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/152466