বছরের প্রথম সরাসরি গানের অনুষ্ঠানে গাইবেন দিঠি

বছরের প্রথম সরাসরি গানের অনুষ্ঠানে গাইবেন দিঠি

অভি মঈনুদ্দীন: দিঠি আনোয়ার, নন্দিত শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী, উপস্থাপিকা ও সমাজসেবিকা। টানা বেশ কয়েক মাস তারই দুই ছেলের যুক্তরাষ্ট্রের কলেজে ও বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা নিয়ে ব্যস্ত থাকায় তাকেও সেখানে থাকতে হয়েছে।

দেশে ফিরেই দিঠি ব্যস্ত হয়ে উঠেছেন বিশেষত সঙ্গীত পরিবেশনায় ও উপস্থাপনায়। পাশাপাশি বন্ধু বান্ধব, আত্নীয় স্বজনের নানান অনুষ্ঠানে অংশগ্রহনতো রয়েছেই নিয়মিত। দেশে ফিরেই দিঠি এনটিভি, বিটিভি, গ্লোবাল টিভি, এশিয়ান টিভিতে সরাসরি গানের অনুষ্ঠানে অংশগ্রহন করেছেন। চ্যানেলগুলোতে তিনি গানও গেয়েছেন, উপস্থাপনাও করেছেন।

তবে আজ শুক্রবার বছরের প্রথম শুক্রবার, বছরের দ্বিতীয় দিনে দেশ টিভির সরাসরি গানের অনুষ্ঠান ‘প্রিয়জনের গান’-এ সরাসরি সঙ্গীত পরিবেশন করবেন দিঠি আনোয়ার। অনুষ্ঠান শুরু হবে ঠিক তিনটায়। এবারের আয়োজনে দিঠি মূলত দেশাত্ববোধক, আধুনিক ও মৌলিক গান গাইবেন বলে নিশ্চিত করেছেন। যে গানগুলো তিনিই গাইবেন বলে জানান সেই গানগুলো হচ্ছে ‘যদি আমাকে জানতে সাধ হয়’,‘আমার গানের অস্থায়ী আমার বাংলাদেশটা’, ‘ফুল যদি ঝরে গিয়ে আজকে রাতে’, ‘চোখে যে মনের কথা বলে’, ‘গীতিময় সেইদিন চিরদিন’, ‘পান খাইয়া ঠোঁট লাল করিলাম’, ‘পাখি খাঁচা ভেঙ্গে উড়ে গেলে হবে অচেনা’সহ আরো বেশকিছু গান।

বছরের শুরুতেই সরাসরি গানের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন প্রসঙ্গে দিঠি আনোয়ার বলেন,‘ শুরুতেই সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। নতুনরবছর সবার ভালো কাটুক, সুন্দর কাটুক-সবার মনের আশা আল্লাহ পূরণ করুক এটাই চাওয়া আমার। আর এটা ভীষণ সত্যি কথা যে দেশের বাইরে থাকতে আমার একদমই ভালোলাগেনা, এই দেশের মাটি, মায়া, ভালোবাসা, পরিবেশন, কোলাহল-সবকিছু ছেড়ে জীবনের প্রয়োজনে মাঝে মাঝে থাকতে কষ্ট হয়। যখন দেশে ফিরে তখন খুশীতে চোখে পানি চলে আসে। আমার দুই ছেলেরও দেশের প্রতি ভীষণ টান, যদিও ওরা বিদেশে পড়াশুনা করে, কিন্তু ওরা দেশে বেড়াতে এলে আর যেতে চায়না। আজকের সরাসরি গানের অনুষ্ঠানে যে গানগুলো গাইবো এর মধ্যে কিছু গান শ্রোতারা সবসময়ই শুনে থাকেন, কিছু গান কম শোনা হয়েছে। আশা করছি আজকের আয়োজনটি অনেক সুন্দর হবে। সবাইকে প্রিয়জনের গান-এ আমার গান শোনার জন্য বিনীত অনুরোধ রইলো।’

এদিকে দিঠি আনোয়ার তার বাবার লেখা নয়টি মৌলিক গানের কাজ প্রায় শেষ করেছেন। গানগুলোর সুর সঙ্গীত করেছেন অপু আমান ও জাভেদ আহমেদ কিসলু। এছাড়াও শিগগিরই দিঠি তার বাবা গাজী মাজহারুল আনোয়ার-এর নামে ইউটিউব চ্যানেলে প্রকাশ করতে যাচ্ছেন।

এদিকে টানা ছয় বছরের ধারাবাহিকতায় আগামী ৪ জানুয়ারি রাজধানীর গুলশানে দিঠির বাসভবনে ‘উইন্টার গার্ডেন’ পার্টি অনুষ্ঠিত হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/152442