গাজীপুরের শ্রীপুরে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই
গাজীপুরের শ্রীপুরে মাদক উদ্ধার অভিযানে গিয়ে কারবারিদের হামলার শিকার হয়েছেন শ্রীপুর থানা পুলিশের একটি দল। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুর করে দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) রাত ১১টার দিকে মাওনা এলাকার পিয়ার আলী কলেজের পাশে এ ঘটনা ঘটে। হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
আহত পুলিশ সদস্যরা হলেন–শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) অরুপ কুমার বিশ্বাস, সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদ রানা, কনস্টেবল আজিজুল ইসলাম ও মোশাররফ হোসেন।
জানা গেছে, বুধবার রাতে মাওনা এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে লাকী আক্তার (২৮), জাহাঙ্গীর আলম (২৬) ও মো. রাজীবকে (৩৩) আটক করা হয়। একপর্যায়ে তল্লাশির সময় তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। পরে স্থানীয় অন্য মাদক কারবারি ও তাদের সহযোগীরা দেশি অস্ত্র, রামদা, লাঠি ও লোহার রড নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে পুলিশের দুটি পিকআপ ভ্যান ক্ষতিগ্রস্ত হয়। একপর্যায়ে হামলাকারীরা পুলিশের কাছ থেকে রাজীব ও জাহাঙ্গীর আলমকে ছিনিয়ে নেয়। এ সময় মাদক কারবারিদের হামলায় পুলিশ সদস্যরা আহত হন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমদ জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হামলার সঙ্গে জড়িত ১০ জনকে আটক করে। ঘটনাস্থল থেকে তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় এসআই অরুপ কুমার বিশ্বাস বাদী হয়ে পুলিশের কাজে বাধা ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছেন। ছিনিয়ে নেওয়া আসামিদের পুনরায় গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/152391