নরসিংদীতে দুটি আসনের ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

নরসিংদীতে দুটি আসনের ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা যাচাই-বাছাইয়ের নির্ধারিত দিনে নরসিংদী-২ (পলাশ) ও নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) সংসদীয় আসনে চারজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) যাচাই-বাছাইয়ের নির্ধারিত দিনে শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় এসব প্রার্থী বাদ পড়েন।

এর আগে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ ডিসেম্বর পর্যন্ত নরসিংদী-২ (পলাশ) আসনে আটজন এবং নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে নয়জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। 

যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা হলেন— ঋণ খেলাপির দায়ে নরসিংদী-২ (পলাশ) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ইঞ্জিনিয়ার মুহসীন আহমেদ, শর্ত পূরণ না হওয়ায় জাতীয় পার্টির এএনএম রফিকুল আলম সেলিম, মনোনয়নপত্রের কাগজপত্র সঠিক না থাকায় ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী মোহাম্মদ ইব্রাহিম এবং প্রস্তাবকারীর স্বাক্ষর মিল না থাকায় নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী শফিকুল ইসলাম।

 

রিটার্নিং কর্মকর্তা ও নরসিংদী জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর পাঁচটি আসনের মধ্যে দুটি আসনে কার্যবিধি অনুযায়ী বৃহস্পতিবার দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কার্যক্রম পরিচালনা করা হয়। আবেদনপত্রের শর্ত পূরণ না হওয়ায় এ দুই আসনে চারজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তবে তারা আপিল কার্যক্রমে অংশ নিতে পারবেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/152386