আকাশের নিচে বসবাস প্রতিপক্ষরা ভেঙে নিয়ে গেল ভিক্ষুক জমিলার ঘর
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: নিভৃত গ্রামাঞ্চলের প্রায় ৬৮ বছর বয়সী ভিক্ষুক জমিলা বেওয়া। হতদরিদ্র স্বামী ইসমাইল হোসেনকে হারিয়ে জীবিকার তাগিদে বেছে নেন ভিক্ষাবৃত্তি পেশা। রোদবৃষ্টি আর শীতকে উপেক্ষা করে রোজকার লড়াই তার। দিনশেষে রাতযাপন করতেন একটি ছাপড়া ঘরে। এরইমধ্যে প্রতিপক্ষরা হামলা চালিয়ে সেই ঘরটিও ভেঙে নিয়ে গেছে। এতে তীব্র শীতে খোলা আকাশের নিচে থাকছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে সাদুল্লাপুরের ফরিদপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে গিয়ে দেখা যায় এমন দৃশ্য।
খোঁজ নিয়ে জানা যায়, জমিলা বেওয়া তার নিজ জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। এরইমধ্যে বিষ্ণুপুর গ্রামের মৃত বাচ্চা মিয়ার ছেলে মুনছুর আলী, শাহ আলম ও নুর আলম জমিলার বসতি জমিটি জোরপূর্বক দখলের চেষ্টা করছিলেন। এরই জেরে গত বুধবার বিকেলে মুনছুর আলীরা পূর্বপরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে জমিলার বসতভিটায় হামলা চালায়। এসময় লাঠি-অস্ত্র নিয়ে টিনের শয়ন ঘর ও রান্না ঘর ভাঙচুর করেন। একইসাথে বিভিন্ন গাছ কেটে ফেলাসহ লুটপাট করেন। এতে বৃদ্ধা জমিলা বাধা দিতে গেলে তাকেও হত্যার চেষ্টা করেন তারা।
ভুক্তভোগী জমিলা বেওয়া অভিযোগ করে বলেন, স্বামী মারা যাওয়ার পর সামান্য জমিতে দু’টো ঘর তুলে ভিক্ষা করে দিন কাটাচ্ছিলেন তিনি। কিন্তু মনছুরেরা সেটা ভেঙে নিয়ে গেছে। এখন তার থাকার কোনো ঘর নেই।
জমিলা বেওয়ার ছেলে আনোয়ারুল ইসলাম জানান, তাদের জমি অহেতুক দাবি নিয়ে মুনছুর আলীরা হামলা করেছেন। এ ঘটনায় থানায় এজাহার দাখিল করেছেন তিনি।
এদিকে, অভিযুক্ত মুনছুর আলী ও শাহ আলম বলেন, ক্রয় সূত্রে ওই জমির মালিক তারা নিজেরা। তাই গাছ কেটে ও ঘর ভেঙে দিয়ে জমিটি বের করে নিয়েছেন।
সাদুল্লাপুর থানার এএসআই শফিকুল ইসলাম বলেন, আনোয়ারুল ইসলামের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বুধবার সন্ধ্যার পর সরেজমিনে দেখা হয়। এসময় উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/152370