পাবনায় পৃথক অভিযানে তিনটি অস্ত্র-গুলিসহ আটক ৪

পাবনায় পৃথক অভিযানে তিনটি অস্ত্র-গুলিসহ আটক ৪

পাবনা প্রতিনিধি: পাবনা শহরে গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে তিনটি অস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ ৪ জনকে আটক করা হয়েছে। গত বুধবার রাতে শহরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- পাবনা পৌর সদরের বলরামপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে মিজানুর রহমান মামুন ওরফে বাঙ্গাল মামুন(৪৭), মৃত কোবাদ শেখের ছেলে আরিফ হোসেন(২৫), শিবরামপুর এলাকার আব্দুস সোবাহানের ছেলে ফিরোজ হোসেন(৩৫) ও পূর্ব শালগাড়িয়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রিপন হোসেন(৩৫)।

পাবনা ডিবি পুলিশের ওসি রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের মনসুরাবাদ এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দু’টি রিভলবারসহ চার রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়। এসময় দুইজনকে আটক করা হয়। 

অপর দু’টি পৃথক অভিযানে পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর এলকায় শায়েস্থা খান রোডে একটি ফ্লাট বাসা থেকে ৫৩ রাউন্ড পিস্তলের গুলি জব্দ এবং পূর্ব শালগাড়িয়া এলাকার একটি বাসা থেকে তিন রাউন্ড তাজা গুলিসহ দুইজনকে আটক করা হয়। এছাড়া একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। 

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/152367