নওগাঁর পোরশা সীমান্তে মালিকবিহীন ভারতীয় দুইটি মহিষ আটক
পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশা সীমান্তে মালিকবিহীন অবস্থায় ভারতীয় দুইটি মহিষ আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বৃহস্পতিবার ভোরে ১৬ বিজিবি’র অধীনস্থ নিতপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মুহাম্মদ আলী খানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্তের টেকঠা নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২টি ভারতীয় মহিষ আটক করেন। আটককৃত ভারতীয় মহিষ ২টি পত্নীতলা শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে বলে জানান বিজিবি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/152363