প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের স্ত্রীকে মারধর করে প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা করার অভিযোগ
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নিজের স্ত্রীকে মারধর করে প্রতিপক্ষকে ফাঁসাতে মামলা দায়েরের অভিযোগ উঠেছে আব্দুল খালেক নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
এ মামলায় অভিযুক্ত একজনকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় তীব্র ক্ষোভ ও ব্যাপক আলোচনা চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আলালপুর ইউনিয়নের বাসিন্দা আব্দুল খালেকের সঙ্গে ভেদরগঞ্জ উপজেলার উত্তর চরকুমারিয়া এলাকার ব্যবসায়ী রাকিব বেপারীর দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।
এ বিরোধের জের ধরেই গত ৩ ডিসেম্বর আদালতে একটি অভিযোগ দায়ের করেন আব্দুল খালেক। অভিযোগে তিনি দাবি করেন, রাকিব বেপারী ও তার সহযোগীরা সংঘবদ্ধভাবে তার বাড়িতে প্রবেশ করে তার স্ত্রীকে মারধর করে গুরুতর আহত করেন। মারধরের একপর্যায়ে ওই নারীর একটি হাত ভেঙ্গে যায়।
এ ঘটনায় আদালত অভিযোগটি আমলে নিয়ে রাকিব বেপারীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে মামলায় উল্লেখিত দিন ও সময়ের বাজার এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, ওই সময় রাকিব বেপারী নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করেছিলেন।
এ বিষয়ে বাদীর কন্যা এবং আশপাশের প্রত্যক্ষদর্শীরা জানান, টাকার লেনদেনকে কেন্দ্র করে আব্দুল খালেক নিজেই তার স্ত্রীকে মারধর করে হাত ভেঙে ফেলেন এবং রাকিব বেপারীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন।
এদিকে বাজারের সেনিটারী ব্যবসায়ী সেলিম মোল্লা একই দাবি করে জানান, মামলায় উল্লেখিত দিন ও সময় রাকিব বেপারী বাজারে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে উপস্থিত ছিলেন। ওই সময়ের সিসিটিভি ক্যামেরার ফুটেজ তার কাছে সংরক্ষিত আছে।
রাকিবের পাশের দোকানের ব্যবসায়ী আবির হাসান বলেন, মামলায় উল্লেখিত ঘটনাস্থলটি রাকিব বেপারীর ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রায় সাত কিলোমিটার দূরে অবস্থিত। ঘটনার দিন রাকিব মোল্লারহাট বাজারে তার দোকানে ছিলেন।
ভুক্তভোগী রাকিব বেপারীর স্ত্রী অভিযোগ করে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে তাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।
অন্যদিকে আব্দুল খালেক, তার স্ত্রী ও পরিবারের সদস্যরা দাবি করেন, রাকিব বেপারীসহ কয়েকজন তাদের বাড়িতে এসে আব্দুল খালেকের স্ত্রীর ওপর হামলা চালিয়ে তার হাত ভেঙ্গে দেন।
তবে স্থানীয় সূত্রে জানা গেছে, বাদী আব্দুল খালেক দীর্ঘদিন রাকিব বেপারীর জমি চাষ করছেন এবং তার স্ত্রী অতীতে অসুস্থতার সময় তার কাছ থেকে চিকিৎসা ও আর্থিক সহায়তা নিতেন।
ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ ঘটনায় গোসাইরহাট থানার ওসি আজিজুল ইসলাম জানান, এ ঘটনায় আমাদের কাছে কোনো তথ্য নেই। আসামির বাড়ি সখিপুরে, সখিপুর থানায় আসতে পারে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/152355