আশা করছি অন্তর্বর্তী সরকার ভালো নির্বাচন উপহার দেবে : শফিকুল আলম

আশা করছি অন্তর্বর্তী সরকার ভালো নির্বাচন উপহার দেবে : শফিকুল আলম

অন্তর্বর্তী সরকার একটা সুষ্ঠু, নিরাপদ ও ভালো নির্বাচন উপহার দেবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন তিনি।

প্রেস সচিব বলেন, ‘গত বছরের ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল। সেদিন কোনো বিশৃঙ্খলা দেখিনি। মনোনয়ন যে কম পড়েছে তাও নয়।’
 
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আশা করছি অন্তর্বর্তী সরকার ভালো নির্বাচন উপহার দেবে। গণভোট নিয়ে ভোটারদের উৎসাহ জাগবে। সে অনুযায়ী যা যা দরকার করা হচ্ছে।’
 
বাংলাদেশের ভোটাররা যথেষ্ট সচেতন উল্লেখ করে প্রেস সচিব বলেন, ‘গণভোটের বিষয় সরকার প্রচারণা চালাচ্ছে। ভোটের গাড়ি সারা দেশে ঘুরছে।’
 
উপদেষ্টা পরিষদে জাতীয় নগর নীতির খসড়া অনুমোদন হয়েছে বলেও জানান শফিকুল আলম।
 
তিনি বলেন, ‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয়ভাবে দাফন করা হয়েছে। এ বিষয়ে আলোচনা হয়েছে। সুষ্ঠুভাবে সব সম্পন্ন হওয়ায় সবাইকে ধন্যবাদ জানানো হয়েছে।’
 
প্রেস সচিব বলেন, ‘বেগম জিয়ার জানাজায় সার্কের পাঁচ দেশের মন্ত্রী পর্যায়ের নেতারা এসেছিলেন। এদের মধ্যে পাকিস্তান, নেপাল ও মালদ্বীপের মন্ত্রীরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন।’
 
তামাক ব্যবহার কমানো প্রসঙ্গে তিনি বলেন, ‘তামাকের কারণে প্রতি বছর ১ লাখ ৩০ হাজার মানুষ মারা যায়। তামাকের ব্যবহার কমাতে সরকার তামাক দ্রব্য আইন তৈরি করেছে। এই আইনের মাধ্যমে উন্মুক্ত জায়গায় তামাক সেবনের হার কমে আসবে।’

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/152347