তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডে একীভূত করার অঙ্গীকার শির

তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডে একীভূত করার অঙ্গীকার শির

আন্তর্জাতিক ডেস্ক : চীন ও তাইওয়ানের মধ্যে চলমান চরম উত্তেজনার মধ্যেই দ্বীপ রাষ্ট্রটিকে মূল ভূখণ্ডের সঙ্গে পুনরায় একীভূত করার জোরালো অঙ্গীকার ব্যক্ত করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

বুধবার (৩১ ডিসেম্বর) খ্রিস্টীয় নববর্ষের প্রাক্কালে দেশবাসীর উদ্দেশে দেওয়া এক বিশেষ ভাষণে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন। শি জিনপিং তার ভাষণে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেন, মাতৃভূমিকে একীভূত করা এখন সময়ের দাবি এবং এই ঐতিহাসিক প্রক্রিয়াকে কোনো শক্তিই থামিয়ে রাখতে পারবে না। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানের চারপাশে চীনের দুই দিনব্যাপী বিশাল সামরিক মহড়া শেষ হওয়ার ঠিক এক দিন পরেই শির এই কড়া বার্তা বিশ্ব রাজনীতিতে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। বেইজিং বরাবরই স্বায়ত্তশাসিত তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে আসছে এবং প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করে দ্বীপটিকে নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি দিয়ে রাখছে।

প্রেসিডেন্ট শি জিনপিংয়ের এই বক্তব্যের প্রেক্ষাপট হিসেবে গত সোম ও মঙ্গলবার তাইওয়ানকে ঘিরে পরিচালিত ‘জাস্টিস মিশন ২০২৫’ নামক বিশাল সামরিক মহড়াকে দেখছেন বিশেষজ্ঞরা। ওই মহড়ায় চীন অন্তত ২০০টি যুদ্ধবিমান এবং কয়েক ডজন যুদ্ধজাহাজ মোতায়েন করে তাইওয়ানকে কার্যত অবরুদ্ধ করে ফেলেছিল। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী, এই মহড়া চলাকালীন চীন অন্তত ২৭টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার বেশ কয়েকটি দ্বীপটির উপকূল থেকে মাত্র ২৭ নটিক্যাল মাইল দূরে আঘাত হানে। যদিও মহড়া আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে, তবে তাইওয়ান এখনও উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। কারণ বর্তমানেও দ্বীপটির চারপাশে চীনের নৌবাহিনী ও কোস্টগার্ডের ২৫টি জাহাজ অবস্থান করছে এবং নজরদারি চালানোর জন্য চীন বিশেষ বেলুন পাঠিয়েছে বলে জানা গেছে। সূত্র : দ্য গার্ডিয়ান

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/152331