বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া ছিলেন বিরল ব্যক্তিত্ব : মির্জা ফখরুল

বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া ছিলেন বিরল ব্যক্তিত্ব : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়ার প্রতি মানুষের যে আবেগ-ভালোবাসা তা বিএনপিকে আরো শক্তিশালী করবে। বাংলাদেশের রাজনীতিতে তিনি ছিলেন বিরল ব্যক্তিত্ব। 

আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে গুলশানে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোক বই স্বাক্ষর কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার প্রতি ভালোবাসার কারণ হচ্ছে, বাংলাদেশের রাজনীতিতে তিনি ছিলেন বিরল ব্যক্তিত্ব। নীতির প্রশ্নে তিনি কখনো আপস করেননি। দেশের স্বাধীনতার-সার্বভৌমত্বের প্রশ্নে কখনো আপস করেননি। তার সমস্ত জীবন গণতন্ত্রের প্রতিষ্ঠা জন্য সংগ্রাম, লড়াই করেছেন। কারা ভোগ করেছেন। তিনি অসুস্থ ছিলেন কিন্তু কখনো এই দেশ ছেড়ে চলে যাননি। এই যে দেশের প্রতি ভালোবাসা, মাটির প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা-এটায় সমস্ত মানুষকে আলোড়িত করেছে। খালেদা জিয়ার বিদায়লগ্নে বিপুল মানুষের উপস্থিতিই প্রমাণ করে যে তার দেখানো পথে মানুষ গণতন্ত্র চর্চায় সোচ্চার।

 বিএনপি মহাসচিব বলেন, দেশের এই ক্রান্তি লগ্নে যখন তার অভিভাবকত্ব সবচেয়ে বেশি প্রয়োজন ছিল-সেই সময় তার চলে যাওয়ায় মানুষ মর্মাহত হয়েছে। সেই কারণে দেশনেত্রীর আত্মার মাগফিরাতের জন্য তারা সমবেত হয়েছে, চোখের পানি ফেলেছে। সেখান থেকে মানুষ এই আশা নিয়ে গেছে যে আগামী নির্বাচনে দেশের পক্ষের শক্তি বিএনপিকে তারা বিজয়ী করবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/152326