বাজির শব্দে আনন্দ নয়, ভয় পায় শিশু, আতশবাজি এড়িয়ে চলুন: মাহেদী

বাজির শব্দে আনন্দ নয়, ভয় পায় শিশু, আতশবাজি এড়িয়ে চলুন: মাহেদী

স্পোর্টস ডেস্ক : আতশবাজির ঝলকানি অনেকের কাছে আনন্দের প্রতীক হলেও এর পেছনের ক্ষতি ও ঝুঁকির দিকটি তুলে ধরেছেন জাতীয় দলের ক্রিকেটার মাহেদী হাসান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বাজির উচ্চ শব্দের নেতিবাচক প্রভাব নিয়ে সতর্কবার্তা জানিয়েছেন।

নিজের পোস্টে মাহেদী হাসান লিখেছেন, ‘বাজির শব্দে আনন্দ নয়—ভয় পায় শিশু, অসুস্থ হয় মানুষ, ক্ষতিগ্রস্ত হয় সমাজ। তাই আসুন থার্টি ফার্স্ট নাইটে আমরা এসব থেকে বিরত থাকি।’

এই বক্তব্যের মাধ্যমে মাহেদী মূলত শব্দদূষণ ও সামাজিক দায়বদ্ধতার বিষয়টি সামনে এনেছেন। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষের জন্য আতশবাজির উচ্চ শব্দ যে স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে, সেটিই তিনি স্মরণ করিয়ে দিয়েছেন।

মাহেদীর এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে আলোচনা তৈরি করেছে। অনেকেই তার সঙ্গে একমত পোষণ করে মন্তব্য করেছেন, আনন্দ উদযাপনের জন্য বিকল্প পথ রয়েছে—যেখানে অন্যের ক্ষতি বা ভোগান্তি তৈরি হয় না

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/152285