বগুড়ার গাবতলীতে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টনের নির্দেশনায় আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে বাদ যোহর গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন গাবতলী কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক পেশ ইমাম হাফেজ আব্দুল মান্নান।
জানাজায় বিভিন্ন মসজিদ থেকে আগত হাজারো মুসল্লিসহ বিএনপি ও অঙ্গ-দলের নেতাকর্মী, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশ নেন। জানাজা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অপরদিকে, গাবতলী উপজেলার বাগবাড়ি মাদ্রাসা মাঠে গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও উপজেলা বিভিন্ন ইউনিয়নে পৃথকভাবে আরও নয়টি স্থানে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/152277