‘ভাঙ্গারীর বউ রাজরানী’ জুঁই
অভি মঈনুদ্দীনঃ কিছু মানুষ থাকে যে তার নিজের অবস্থানকে বিবেচনা না করেই তার অনেক অনকে প্রত্যাশা থাকে। ‘ভাঙ্গারীর বউ রাজরানী’ নাটকের গল্পটা ঠিক এমনই। জানালেন এই নাটকের নাম ভূমিকায় অভিনয় করা এই সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রোবেনা রেজা জুঁই।
জুঁই বলেন,‘ নাটকে দেখা যাবে আমার স্বামী ভাঙ্গারী ব্যবসা করেন। কিন্তু আমার চাহিদা থাকে অনেক। যে চাহিদা পূরণ করা আমার স্বামীর পক্ষে সম্ভব নয়। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা তার নিজের অবস্থানকে বিবেচনা না করেই অনেক কিছু পেতে চায়। ভাবখানা তার এমন যে সে রাজা কিংবা রানী বাকীরা তার প্রজা। এমনই ভাবনাকে উপজীব্য করেই ভাঙ্গারীর বউ রাজরানী নাটকটি নির্মিত হয়েছে। আর এই নাটকের গল্পের কেন্দ্রীয় চরিত্রে আমি অভিনয় করেছি। চেষ্টা করেছি আমার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। আশা করছি দর্শকের ভালোলাগবে।’
নাটকটির গল্প রচনা করেছেন এনডি আকাশ। নির্মাণ করেছেন সরদার রোকন। নাটকটিতে জুঁইয়ের বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।
সরদার রোকন বলেন,‘ নাটকের গল্পটা আমার কাছে ভীষণ ভালোলাগা এই গল্প নিয়ে কাজ করেছি। মোশাররফ ভাইয়ের অভিনয় নিয়ে বলার মতো আমি কেউ নই। শুধু এতোটুকুই বলি তিনি বাংলাদেশের সম্পদ। আমরা তাকে আরো যথাযথভাবে যেন কাজে লাগাই। হোক তা সিনেমায় কিংবা নাটকে। জুঁই ভাবী অভিনয়ে এখন আগের চেয়ে অনেক ম্যাচিউরড। নির্মাতা হিসেবে আমি দারুণ খুশী তার অভিনয়ে। নাটকটি নিয়ে আমি খুউব আশাবাদী।’ সরদার রোকন জানান, নাটকটি শিগগিরই প্রচারে আসবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/152252