গরুর মাংস আমদানিতে ৫৫ শতাংশ শুল্ক আরোপ চীনের
আন্তর্জাতিক ডেস্ক : চীন বুধবার জানিয়েছে, ১ জানুয়ারি থেকে নির্দিষ্ট পরিমাণ ছাড়িয়ে গেলে ব্রাজিল, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ থেকে আমদানি হওয়া কিছু গরুর মাংসে অতিরিক্ত ৫৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
সাম্প্রতিক বছরগুলোতে চীনে গরুর মাংসের দাম নিম্নমুখী—বিশ্লেষকদের মতে, বিশ্বে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির গতি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে সরবরাহ বেশি থাকা ও চাহিদা কমে যাওয়ার কারণেই এ পরিস্থিতি।
তবে একই সময়ে আমদানি বেড়েছে এবং ব্রাজিল, আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার মতো দেশের জন্য চীন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজারে পরিণত হয়েছে।
এক বিবৃতিতে বেইজিংয়ের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, গরুর মাংস আমদানিতে চীনের স্থানীয় শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অনুসন্ধানে পাওয়া গেছে।
তদন্তের আওতায় ছিল তাজা, হিমায়িত, হাড়সহ ও হাড়বিহীন গরুর মাংস।
এই অতিরিক্ত শুল্ক তিন বছরের জন্য প্রযোজ্য হবে।
মন্ত্রণালয় এই শুল্ককে ‘সুরক্ষামূলক ব্যবস্থা’ হিসেবে বর্ণনা করে বলেছে, ধীরে ধীরে এগুলো শিথিল করা হবে।
দেশগুলোকে বার্ষিক কোটার আওতায় রাখা হয়েছে এবং নির্ধারিত পরিমাণ ছাড়ালে চীনে পাঠানো গরুর মাংসে অতিরিক্ত ৫৫ শতাংশ শুল্ক দিতে হবে।
কোটা প্রতিবছর সামান্য করে বাড়বে। ২০২৬ সালে ব্রাজিলের আমদানি কোটার পরিমাণ ১১ লাখ টন, আর আর্জেন্টিনার ক্ষেত্রে সেই সীমা প্রায় তার অর্ধেক।
অস্ট্রেলিয়ার কোটা প্রায় দুই লাখ টন এবং যুক্তরাষ্ট্রের এক লাখ ৬৪ হাজার টন।
মন্ত্রণালয় আরো জানিয়েছে, অস্ট্রেলিয়ার সঙ্গে গরুর মাংস সংক্রান্ত একটি মুক্ত বাণিজ্য চুক্তির অংশ বিশেষ স্থগিত করা হচ্ছে।
এক পৃথক বিবৃতিতে এক মুখপাত্র বলেন, ‘আমদানি করা গরুর মাংসে সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্য হলো স্থানীয় শিল্পকে সাময়িকভাবে সংকট কাটাতে সহায়তা করা, স্বাভাবিক গরুর মাংস বাণিজ্য সীমিত করা নয়।’