নোয়াখালীতে থানা থেকে লুট হওয়া কার্তুজসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার
নোয়াখালীর বেগমগঞ্জ থেকে জুলাই আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া কার্তুজসহ বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
বুধবার (৩১ ডিসেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের চাঁদকাশিপুর এলাকায় নিয়মিত টহল চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি পুলিশ জানায়, অবৈধ অস্ত্র মজুতের তথ্য পাওয়ার পর অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চাঁদকাশিপুর থেকে বেতুয়া বাজার সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সংলগ্ন ঝোপ থেকে একটি বস্তার ভেতরে লুকিয়ে রাখা অবস্থায় দুটি দেশীয় তৈরি পাইপগান, একটি দেশীয় তৈরি এলজি, পাঁচ রাউন্ড চায়না রাইফেলের গুলি ও চার রাউন্ড শর্টগান কার্তুজ উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকা মূলে এসব আলামত জব্দ করা হয়।
ডিবি জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, অবৈধ অস্ত্রের সন্ধান পেয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধারকৃত এলজি, পাইপগান ও কার্তুজের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, উদ্ধারকৃত কার্তুজগুলো ২০২৪ সালের ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া কার্তুজের অংশ হতে পারে। অস্ত্র ও কার্তুজের উৎস এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তের জন্য তদন্ত চলছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/152216