নীলফামারীর কিশোরগঞ্জে সরকারি রাস্তায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নে সরকারি রাস্তার ওপর পাকা স্থাপনা ঘর বাড়ি করে দীর্ঘ কয়েক বছর ধরে দখলে রেখেছিল কিছু প্রভাবশালী ব্যক্তি। ফলে সাধারণ জনগণ চলাচলে দুর্ভোগ পোহাচ্ছিলেন। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রশাসন সে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রাস্তাটি চলাচলের জন্য উন্মুক্ত করে দিয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, অবৈধ স্থাপনাগুলো সড়িয়ে নিতে প্রশাসনের তরফ থেকে বার বার নোটিশ দেয়া হলেও স্থাপনা সড়িয়ে নেওয়া হয়নি। ফলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে সরকারি এ রাস্তা উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বীকে ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ প্রদান করা হয়। গতকাল সোমবার থেকে দু’দিন ব্যাপী উচ্ছেদ অভিযান পরিচালনা করে সকল স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বী। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা ভূমি অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান, সার্ভেয়ার মিরাজুল ইসলামসহ কিশোরগঞ্জ থানার পুলিশ সদস্যরা।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/152137