খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোক, মাগফিরাত কামনায় দোয়া
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে তার মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর রাজধানী ঢাকাসহ জেলায় জেলায় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে।
বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কোরআন খতম, দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। ব্যুরো অফিস এবং জেলা প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
ফেনী
বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়ি ফুলগাজীর দক্ষিণ শ্রীপুর। সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকে স্তব্ধ হয়ে গেছে তার ফেনীর জনপদ। শ্রীপুরে অবস্থিত পৈতৃক বাড়ি, স্থানীয় বিএনপি কার্যালয়সহ কোরআন খতম, দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল বলেন, এ শোক ভাষায় প্রকাশ করার মতো না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সকলে ঐক্যবদ্ধ থেকে আমরা যেন দেশনেত্রীর অসমাপ্ত কাজগুলো শেষ করতে পারি সেই প্রত্যাশা থাকবে।
বগুড়া
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী জনপদে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক ভিটা ও বেগম খালেদা জিয়ার শশুরবাড়ি হওয়ায় এলাকাজুড়ে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। সকাল ৬টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে গাবতলীসহ আশপাশের এলাকায় শোকাহত মানুষের ঢল নামে। জেলা বিএনপির কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সিলেট
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির আলোকে সিলেট মহানগর ও জেলা বিএনপি সাত দিনব্যাপী শোক কর্মসূচি ঘোষণা করেছে। শোক কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকেল ৩টা থেকে সিলেট জেলা ও মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয় তোপখানা, কাজির বাজার-এ আনুষ্ঠানিকভাবে শোক বইয়ে স্বাক্ষর কার্যক্রম শুরু হয়। আগামী ৭দিন (প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত) শোক বইয়ে স্বাক্ষর কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া শোকের প্রতীক হিসেবে সাত দিনব্যাপী কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করবেন সিলেট জেলা ও মহানগর বিএনপি, তার আওতাধীন সকল ইউনিটসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা।
রাজশাহী
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে এদিন সকাল থেকে মহানগরের দলীয় কার্যালয়, নেতাকর্মীদের বাসাবাড়ি ও রাজনৈতিক অঙ্গনে দেখা যায় আবেগঘন পরিবেশ। অনেকে কান্নায় ভেঙে পড়েন। সকালেই শহরের মালোপাড়ায় মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের ভিড় জমতে শুরু করে। দলীয় কার্যালয়ের ভেতর-বাইরে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়।
রংপুর
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত রংপুর বিএনপি। মঙ্গলবার সকাল থেকে নেতাকর্মীরা নগরীর গ্রান্ডহোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে কোরআন তেলাওয়াতসহ কালো ব্যাচ ধারণ করেন। এরপর বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন। এছাড়া বিএনপির উদ্যোগে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে মাইকে কোরআন তেলাওয়াত প্রচার করা হচ্ছে। সেইসঙ্গে নিজ নিজ এলাকার মাদ্রাসা-মসজিদে কোরআন খতম, দোয়ার আয়োজন করেছেন বিএনপি নেতারা।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/152096