মনোনয়ন ফরম তুলেও জমা দেননি ৮২৫ জন প্রার্থী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময়সীমা শেষ হয়েছে। সারা দেশের ৩০০ আসনে মোট ২ হাজার ৫৮২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে ফরম তুলেছিলেন ৩ হাজার ৪০৭ জন, যাদের মধ্যে ৮২৫ জন শেষ পর্যন্ত মনোনয়নপত্র জমা দেননি।
ইসি জানায়, সবচেয়ে বেশি মনোনয়নপত্র জমা পড়েছে ঢাকা অঞ্চলে। ৪১টি আসনে ৪৪৪ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। কুমিল্লা অঞ্চলে ৩৬৫, রংপুরে ২৭৮, রাজশাহীতে ২৬০, খুলনায় ২৭৬, বরিশালে ১৬৬, ময়মনসিংহে ৩১১ এবং সিলেটে ১৪৬ জন মনোনয়নপত্র জমা দেন। সবচেয়ে কম মনোনয়ন জমা পড়েছে ফরিদপুর অঞ্চলে—১৪২টি।
চট্টগ্রামের ২৩টি আসনে ১৯৪ জন এবং কুমিল্লার ৩৫টি আসনে ৩৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। আপিল ৫–৯ জানুয়ারি, নিষ্পত্তি ১০–১৮ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি।
আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/152021