দ্বিতীয় জীবনে আমার লক্ষ্য আখেরাত ও এলাকার উন্নয়ন : লুৎফুজ্জামান বাবর

দ্বিতীয় জীবনে আমার লক্ষ্য আখেরাত ও এলাকার উন্নয়ন : লুৎফুজ্জামান বাবর

নেত্রকোণা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, তার “দ্বিতীয় জীবনের লক্ষ্য আখেরাত, এলাকার উন্নয়ন ও পরিবার।”

সোমবার (২৯ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের তিনি বলেন, আজ এই অবস্থায় মনোনয়ন দাখিল করতে পারবেন—এটা তিনি ভাবেননি। এজন্য মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানান তিনি।

বাবর সুষ্ঠু, শান্তিপূর্ণ ও কারচুপিমুক্ত নির্বাচন কামনা করে সাংবাদিকদের নিরপেক্ষ পর্যবেক্ষণের আহ্বান জানান। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নে বিএনপিকে সুযোগ দিতে হবে।

নির্বাচিত হলে আগের চেয়ে আরও বেশি জনগণের জন্য কাজ করার অঙ্গীকার করে তিনি বলেন, এটি তার দ্বিতীয় জীবন। জোট প্রসঙ্গে তিনি বলেন, যার জনসমর্থন বেশি, তারাই ক্ষমতায় আসবে—এতে বিএনপির কোনো আপত্তি নেই।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/152014