জামায়াত প্রার্থীকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন হাসনাত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এ সময় কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী সাইফুল ইসলাম শহিদকে সঙ্গে নিয়ে মনোনয়ন পত্র জমা দিতে যান এনসিপির এই নেতা।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের কাছে হাসনাত আবদুল্লাহ তার মনোনয়ন পত্র জমা দেন। এ সময় তার সঙ্গে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
জাতীয় নাগরিক পার্টির সঙ্গে জামায়াতে ইসলামীর জোটের কারণে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে নির্বাচন না করার সিদ্ধান্তের কথা জানান জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদ।
এর আগে রোববার (২৮ ডিসেম্বর) রাতে সংবাদ সম্মেলন করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সমমনা আট দলসহ এনসিপির সঙ্গে জোট গঠনের ঘোষণা দেন। ওই ঘোষণার পর সাইফুল ইসলাম শহিদ ফেসবুক পোস্টের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান।
কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি। এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির সঙ্গে শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহর তুমুল লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/151976