নওগাঁর বদলগাছী ইটভাটা অফিসে আগুন, ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছী বিষ্ণুপুর রোমনের ইটভাটা অফিসে আগুন লেগে ১২ লাখ টাকা ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার পর বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
ভাটা ম্যানেজার খোরশেদ আলম জানান, ঘটনার সময় বৈদ্যুতিক মিটারে বিদ্যুৎ পার্কিং হয়ে ঘরের ভিতর পলিথিন রোলগুলোতে আগুন লাগে। পাশেই রাখা ছিল ৩ ডাম মবিল এবং ৫টি মোটরসাইকেল। ২টি মোটরসাইকেল বের করা গেছে। মবিলের ড্রামে দাউ দাউ করে আগুন জ¦লে উঠে ঘরের ছাউনির কাঠ ও ঢেউটিনসহ পুড়ে যায় ৩টি মোটরসাইকেল।
তেলে আগুন লাগার কারণে নিমিষেই আগুন ছড়িয়ে পড়ে ৩টি ঘরে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে। ইটভাটার মালিক রোমনসহ ম্যানেজার খোরশেদ আলম জানান, সব মিলিয়ে প্রায় ১২/১৩ লাখ টাকার বেশি ক্ষতিসাধিত হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/151966