শহীদ ওসমান হাদিকে কোনো দলের করা যাবে না : ইনকিলাব মঞ্চের সদস্য সচিব

শহীদ ওসমান হাদিকে কোনো দলের করা যাবে না : ইনকিলাব মঞ্চের সদস্য সচিব

শহীদ ওসমান হাদিকে কোনোভাবেই কোনো দলের করা যাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। তিনি বলেছেন, তার আদর্শ কোনো দলের উপর চাপিয়ে দেওয়া যাবে না। শহীদ ওসমান হাদি বাংলাদেশের জনতার, তাকে বাংলাদেশের জনতার হয়েই বাংলাদেশে যারা রাজনীতি করবেন তাদের জনগণের সামনে উপস্থাপন করতে হবে।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ আয়োজিত শহীদ ওসমান হাদির বিচারের দাবিতে আয়োজিত কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

আবদুল্লাহ আল জাবের বলেন, আমরা চাই বিএনপি, জামায়াত, এনসিপি প্রত্যেকের নিজ রাজনৈতিক এজেন্ডা থাকবে। আপনারা আপনাদের রাজনীতি করবেন, সব ঠিক আছে। কিন্তু এই জনগণ তো আপনাদেরকে হাদি হত্যার বিচারের জন্য পাশে চায়। যদি আপনারা কোনোভাবে এই হাদি হত্যার যেই বিচার, সেই বিচারের জন্য আপনারা যদি সোচ্চার না হন, এই নির্বাচনে জনগণ আপনাদেরকে সোচ্চার করে দেবে। কিন্তু সেই পর্যন্ত আমরা চাই না যে আপনারা অতদূর পর্যন্ত পৌঁছে যান। আমরা চাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য ইনসাফের লড়াই করার জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে সব রাজনৈতিক দল মতের কথা হওয়া প্রয়োজন। এখানে আমি চাই জামায়াত আসুক, বিএনপি আসুক, এনসিপিও আসুক একাত্মতা পোষণ করুক। কারণ, ওসমান হাদি যতদিন বেঁচে ছিলেন তিনি সবসময় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি, জামায়াতসহ এনসিপি সব রাজনৈতিক দলগুলোর একটা ঐক্য চাইতেন। 

তিনি বলেন, গতকাল থেকে আপনারা দেখেছেন যে বিভিন্নভাবে ইনকিলাব মঞ্চ যাতে ঢাকা-৮ আসনে ইলেকশন করে, এজন্য আপনারা আমাদেরকে বলেছেন। আপনাদেরকে একটা কথা বলি। শহীদ ওসমান হাদির কথাগুলো আপনারা শুনেছেন। শহীদ ওসমান হাদি সবসময় একটা কথা বলতেন যে, আমার কাছে নির্বাচন করা হচ্ছে পাঁচ নাম্বার গুরুত্বপূর্ণ কাজ। যদি আমার কাছে পাঁচটা কাজ থাকে তার মানে তার আগেও আমাদের চারটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। এবং শহীদ ওসমান হাদি ইনকিলাব মঞ্চ থেকে এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। ইনকিলাব মঞ্চ হচ্ছে একটি সাংস্কৃতিক সংগঠন। তার সঙ্গে তিনি পলিটিক্যাল প্রেশার গ্রুপ হিসেবে কাজ করেছেন এবং আমরা যারা ইনকিলাব মঞ্চে আছি আমরা পলিটিক্যাল প্রেশার গ্রুপ হিসেবেই কাজ করেছি।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বলেন, ওসমান হাদির ইনকিলাব মঞ্চ কোনোদিন ক্ষমতার কাছে নিজেকে বর্গা দেবে না। কোনোদিন সে ক্ষমতার মুখাপেক্ষী হবে না। এখন আমরা যদি ঢাকা-৮ ইলেকশন করি আমরা জানি আপনারা আমাদেরকে ভোট দিয়ে জিতিয়ে আনার জন্য যা যা করা দরকার আপনারা করবেন। কিন্তু আমরা কোনোভাবেই চাই না এবং শহীদ ওসমান হাদিও কোনোভাবেই চাইতেন না যে, যোগ্যতা ছাড়া ঢাকা-৮ এ কোনো প্রার্থী দাঁড়াক। এটা হচ্ছে শহীদ ওসমানের ইনসাফের লড়াই। আমরা যতদিন পর্যন্ত শহীদ ওসমান হাদির মতো যোগ্যতা সম্পন্ন হয়ে না উঠবো, ততদিন পর্যন্ত আমরা ঢাকা-৮ এ দাঁড়াব না। কোন সিম্প্যাথি নিয়ে আমরা ঢাকা-৮ এ দাঁড়াতে চাই না। সিম্প্যাথির রাজনীতি যারা করে, তাদেরকে আপনারা চেনেন। ইনকিলাব কোনোদিন সিম্প্যাথির রাজনীতি করবে না, এটা আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি।

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/151930