৪০ বছরের অপেক্ষার অবসান ঘটালো মোজাম্বিক
স্পোর্টস ডেস্ক : ১৯৮৬ সালে সবশেষ আফ্রিকান নেশন্স কাপে জয় পেয়েছিল মোজাম্বিক। এরপর চার দশকেরও বেশি সময় পার করে ফেললেও কাঙ্ক্ষিত সেই জয়ের দেখা কোনোভাবেই পাচ্ছিল না দেশটি। অবশেষে গ্যাবনকে হারিয়ে দীর্ঘ ৪০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছে মোজাম্বিক।
রোববার (২৮ ডিসেম্বর) রাতে গ্রুপ পর্বের ম্যাচে গ্যাবনকে ৩-২ গোলে হারিয়েছে মোজাম্বিক। ফাইসাল বাঙ্গাল, জেনি কাটামো ও দিয়েগো ক্যারিলার গোলে ঐতিহাসিক জয় পায় তারা। অন্যদিকে গ্যাবনের হয়ে একটি করে গোল করেছেন পিয়েরে এমেরিক আবামেয়াং ও অ্যালেক্স মুকেতু মুসুন্দা। মোজাম্বিকের কাছে হেরে ‘জি’ গ্রুপ থেকে বিদায়ের শঙ্কা তৈরি হয়েছে গ্যাবনের। দুই ম্যাচে শূন্য পয়েন্ট নিয়ে তারা আছে টেবিলের তলানিতে। ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে অবস্থান করছে মোজাম্বিক। সমান ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে ক্যামেরুনকে টপকে শীর্ষে আছে আইভরি কোস্ট।
এদিকে, আফ্রিকান নেশন্স কাপের আরেক ম্যাচে জয় পেয়েছে নাইজেরিয়া। তিউনিশিয়াকে তারা হারিয়েছে ৩-২ গোলের ব্যবধানে। আর ইকুয়াটোরিয়াল গিনিকে ১-০ গোলে হারিয়েছে সুদান।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/151914