বগুড়ার শেরপুরে সরিষার ক্ষেত এখন হলুদের চাদরে মোড়ানো মাঠ!

বগুড়ার শেরপুরে সরিষার ক্ষেত এখন হলুদের চাদরে মোড়ানো মাঠ!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে দিগন্তজোড়া ফসলের মাঠে এখন শুধু হলুদের সমারোহ। চারদিকে সরিষা ফুলের মৌ মৌ গন্ধে মুখরিত হয়ে উঠেছে প্রকৃতি। এ যেন হলুদের চাদরে মোড়ানো হয়েছে মাঠ। গত বছর সরিষা চাষে কৃষকরা বেশ লাভবান হলেও এবছর লক্ষ্যমাত্রা পুরোপুরি পূরণ হয়নি। তবে প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও মাঠের পর মাঠ হলুদে ছেঁয়ে যাওয়ায় বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন স্থানীয় কৃষকরা।

সরেজমিনে শেরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়, বিস্তীর্ণ মাঠজুড়ে সরিষার হলুদ ফুল প্রকৃতিতে এক নান্দনিক রূপ দিয়েছে। ওই সকল মাঠে ফুলের সুবাস চারদিকে ছড়িয়ে পড়ছে, যা আকৃষ্ট করছে মৌমাছি ও প্রকৃতিপ্রেমীদের। সরিষার ক্ষেতে সুইচোরা, বুলবুলি ও শালিকের ঝাঁকসহ বিভিন্ন পাখিদের আনাগোনা বেড়েছে। এই সকল মনোরম দৃশ্য দেখতে ও ক্যামেরাবন্দি করতে দূর-দূরান্ত থেকে স্কুল-কলেজের শিক্ষার্থী ও প্রকৃতিপ্রেমীরা ভিড় করছেন সরিষার মাঠে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে শেরপুরে সরিষা চাষের লক্ষ্যমাত্রা ৩ হাজার ২৭০ হেক্টর নির্ধারণ করা হলেও এ পর্যন্ত প্রায় ২ হাজার ১৮১ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছে। লক্ষ্যমাত্রা পুরোপুরি পূরণ না হওয়ার পেছনে প্রতিকূল আবহাওয়াকে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

কৃষক ফারুক হোসেন, আশরাফ আলী ও গোলাম মোস্তফা জানান, গত বছর তারা সরিষা চাষ করে লাভবান হয়েছিলেন। এবছরও গাছ ও ফুল খুব ভালো হয়েছে। তারা আশা করছেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবারও ভালো লাভ হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার বলেন, লক্ষ্যমাত্রার চেয়ে আবাদ কিছুটা কম হলেও এখন পর্যন্ত সরিষার অবস্থা বেশ ভালো। যদি বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয়, তবে এবার সরিষার আশানুরূপ ফলন পাওয়া যাবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/151882