তারেক রহমান বগুড়ায় আসছেন! শহরের আনাচে কানাচে শুরু হয়েছে সংস্কার কাজ

তারেক রহমান বগুড়ায় আসছেন! শহরের আনাচে কানাচে শুরু হয়েছে সংস্কার কাজ

স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়ায় আসবেন এই আশায় বগুড়ার বিভিন্নস্থানে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। বগুড়ায় সাজ সাজ রব উঠছে। গা ঝারা দিয়ে ওঠার চেষ্টা করছে বগুড়া পৌরসভা।

দীর্ঘ দিন সাধারণ মানুষের দুর্ভোগের পর জোড়াতালি দিয়ে অচল প্রায় রাস্তা ও পার্ক সচল করার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে বগুড়া শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে বসানো হচ্ছে ডাস্টবিন। এই সংস্কার কাজ দেখে বগুড়াবাসীর মনে করছেন তারেক রহমান বগুড়ায় আসবেন বলেই বগুড়ায় ধোয়া মোছা চলছে।

গত ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর বগুড়াবাসীর মনে একটাই প্রশ্ন দেখা দিয়েছে তিনি কবে কখন বগুড়ায় আসছেন। এই নিয়ে বগুড়াবাসীর মধ্যে জল্পনা কল্পনারও শেষ নাই। বগুড়া শহরের কিছু রাস্তার সংস্কার কাজ দেখে অনেকেই মনে করছেন তারেক রহমান আসবেন এ কারণেই বগুড়া শহরে কাজ করা হচ্ছে।

এদিকে বগুড়া শহরতলীর শাকপালা মোড়ের পার্কটির সংস্কার কাজ শুরু করেছে পৌরসভা। দীর্ঘ ১৭ বছর অবহেলা অযত্নে পড়ে থাকা পার্কটিতে মানুষ প্রবেশের অনুপোযোগী হয়ে পড়েছিলো। লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথপোকথনের সময় তারেক রহমান ওই পার্কটির কথা বলেন।

সে সময় তিনি বলেছিলেন আমি বগুড়ায় একটি হাটার জায়গা করেছি। তারেক রহমানের ওই বক্তব্যের পর বিএনপি‘র নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্তাব্যক্তিরা ওই পার্ক পরিদর্শন করেন। তারেক রহমানের লন্ডন থাকাকালে গত ১৫ বছর বগুড়া পৌরসভার মেয়রের দায়িত্বে বিএনপির নেতারা থাকলেও তারা পার্কটির দেখভাল করেননি।

সম্প্রতি তারেক রহমান দেশে আসার দিন তারিখ ঠিক হওয়ার পর বগুড়া পৌরসভার পক্ষ থেকে সংস্কার কাজ করা হচ্ছে। গত ৩০ নভেম্বর থেকে পার্কটির সংস্কার কাজ শুরু হয়ে এখনো চলমান রয়েছে। অন্যদিকে বগুড়া শহরের সাতমাথা থেকে ফুলতলা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তা প্রায় তিন বছর খানা খন্দকে ভরা থাকলেও এত দিন সংস্কার করা হয়নি।

সম্প্রতি ওই রাস্তা পৌরসভার পক্ষ থেকে প্রায় ১০ লাখ টাকা ব্যায়ে পাসপোর্ট অফিস পর্যন্ত সংস্কার করা হয়েছে। ওই রাস্তাটির দুই পাশে ড্রেনসহ রাস্তার করার জন্য ইতোমধ্যে টেন্ডার আহবান করা হলেও টেন্ডার প্রক্রিয়া শেষ না হওয়ায় কার্যাদেশ দেওয়া হয়নি। তাই জনগণের দুভোর্গ লাঘবের জন্য রাস্তাটি তাৎক্ষণিক সংস্কার করা হলো বলে জানিয়েছে পৌরসভা কর্তপক্ষ।

এদিকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে বগুড়া শহর পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন দেওয়া হয়েছে। একদিকে বগুড়া শহর পরিচ্ছন্ন করার এক দিকে প্রাণন্তর চেষ্টা চালানো হচ্ছে অন্য দিকে পৌরসভার অবহেলায় নতুন করে রাস্তা দখল করে যানজট বাড়ানো এবং শহর অপরিচ্ছন্ন করা হচ্ছে।

শহরের অন্য সড়ক গুলোর মতই দখল হতে চলেছে বগুড়া সার্কিট হাউসের সামনের সড়ক। এই সড়ক এখন কাঁচা বাজারে পরিণত হয়েছে। সার্কিট হাউসের মোড় থেকে জজ কোর্ট পর্যন্ত পুরো সড়ক জুড়ে এখন কাঁচা সবজি এবং ফলের দোকানে ভরে গেছে।

স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক রাজিয়া সুলতানা জানান, শাকপালা মোড়ের পার্কটি এতদিন মাদকসেবী ও বখাটেদের দখলে ছিলো। পার্কটি দীর্ঘদিন অবহেলায় পড়ে ছিলো। পার্কটির সংস্কার কাজ শুরু করা হয়েছে। পার্কের কাছে দুইটি স্কুল আছে।

শিক্ষার্থীদের অভিভাবকরা সেখানে এসে বসতে পারবেন। একারণে পার্কটি সংস্কার করা হচ্ছে। গোহাইল রোড সংস্কার সম্পর্কে তিনি বলেন আমাদের উপর নির্দেশনা আছে ভোট কেন্দ্রে রাস্তা গুলো সংস্কার করতে হবে। এই আলোকে আমরা কাজ করছি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/151881