বগুড়ার শেরপুরে জমিসংক্রান্ত বিরোধে কিশোরকে কুপিয়ে জখম
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে জমি সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে আরাফাত ইসলাম (১৬) নামের এক কিশোরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত কিশোরের পরিবারের পক্ষ থেকে আজ রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সুঘাট ইউনিয়নের খিদির হাসরা গ্রামের সাকিব হোসেন (২২) ও ভবানীপুর ইউনিয়নের হলদিবাড়ী গ্রামের আসিফ হোসেন মন্ডল (২২) সহ কয়েকজন এই হামলায় জড়িত বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উপজেলার ভবানীপুর ইউনিয়নের হলদিবাড়ী গ্রামের বাসিন্দা রজিব উদ্দিনের সাথে একই এলাকার কয়েকজনের সাথে জমিজমা ও অন্যান্য বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
এরই ধারাবাহিকতায় গত ২৬ ডিসেম্বর শুক্রবার বিকেলে অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয়। পরবর্তীতে ওইদিন সন্ধ্যা ৬টার দিকে রজিব উদ্দিন মন্ডলের নাতি আরাফাত ইসলাম (১৬) বন্ধুদের সঙ্গে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের সদর হাসড়া এলাকায় আয়োজিত ঘোড়দৌড় মেলা দেখতে যায়।
এসময় মেলার ভেতর থেকে কৌশলে তাকে পাশের একটি বাঁশঝোপে ডেকে নিয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্ল্েেক্স ভর্তি করেন।
এ ঘটনায় অভিযুক্ত আসিফ হোসেন মন্ডলের বাবা জহুরুল ইসলাম দুলাল বলেন, আমার ছেলে একটি প্রতিষ্ঠানে চাকরি করে। তাকে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ঘটনায় জড়ানো হয়েছে। এ প্রসঙ্গে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/151879