তীব্র শীত আর শৈত্যপ্রবাহ হার মানে ক্ষুধার কাছে

তীব্র শীত আর শৈত্যপ্রবাহ হার মানে ক্ষুধার কাছে

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : তীব্র শীত আর শৈত্যপ্রবাহকে হার মানিয়ে ক্ষুধা নিবারনের জন্য রাত না পোহাতেই হিম শীতল পানির মাঝেই জীবিকার সন্ধানে নেমে পড়ছেন জেলেরা। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার আত্রাই নদীতে চোখে পড়ে মাছ শিকারের এমন দৃশ্য।

সরেজমিনে দেখা যায়, নদীর বিভিন্ন অংশে বাঁশ গাছ-গাছালি ও জালের সাহায্যে ছোট ছোট ঘের তৈরি করে মাছ ধরছেন তারা। প্রতিটি ঘের থেকে গড়ে ৩ থেকে ৭ কেজি পর্যন্ত বিভিন্ন প্রজাতির দেশি মাছ পাওয়া যায়। পুঁটি, টাকি, টেংরা, রুইসহ আরও নানা প্রজাতির স্বাদু পানির মাছ ধরা পড়ে তাদের জালে। স্থানীয় জেলেরা জানান, শীতের এই সময়টাতে নদীর পানি কমে যাওয়ায় মাছ ধরতে সুবিধা হয়।

জেলে সুবাস জানান, প্রচণ্ড ঠান্ডায় পানিতে নেমে কাজ করা অত্যন্ত কষ্টের। অনেক সময় শরীর অবশ হয়ে আসে, তবুও সংসার চালানোর তাগিদে নদীতে নামতে হয়। স্থানীয় এক জেলে বলেন, শীত খুব বেশি, কিন্তু কাজ না করলে ঘরে চুলা জ্বলবে না। নদী, মানুষের পুকুর, খাল-বিলে মাছ মেরেই আমাদের সংসার চলে।

নদীকে ঘিরে এই মাছ শিকার শুধু জীবিকার উৎসই নয়, স্থানীয় বাজারে দেশি মাছের জোগানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নদী ও মৎস্য সম্পদ রক্ষায় সরকার টেকসই ব্যবস্থা গ্রহণ করলে তাদের পরবর্তী প্রজন্ম এই পেশা ধরে রাখতে পারবে বলে মনে করছেন জেলেরা।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/151873