জামায়াতের জোটে যে ১০ দল
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে আরও দুটি রাজনৈতিক দল যুক্ত হয়েছে। নতুন করে জোটে যোগ দিয়েছে কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর আগে জামায়াতের নেতৃত্বাধীন এই জোটে আটটি রাজনৈতিক দল অন্তর্ভুক্ত ছিল।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আট দলীয় জোটের এক সংবাদ সম্মেলনে নতুন দুটি দল যুক্ত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
সংবাদ সম্মেলনে নতুন যুক্ত হওয়া দুই দলের নাম ঘোষণা করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে এনসিপির কোনো নেতা সংবাদ সম্মেলনে ছিলেন না।
জামায়াতের আমির জানান, এনসিপির সঙ্গে কিছুক্ষণ আগে আমাদের বৈঠক হয়েছে। সেখানে তারা আমাদের সঙ্গে এই সমঝোতা বা জোটে যুক্ত হয়েছেন।
সুষ্ঠু ভোটের জন্য জোট কঠিন ভূমিকা রাখবে জানিয়ে শফিকুর রহমান বলেন, এখন জাতি একটা দীর্ঘ স্থায়ী মুক্তির দিকে এগোতে চায়, শান্তির দিকে এগোতে চায়, একটা সুশৃঙ্খল জাতি হিসেবে আত্মপ্রকাশ করতে চায়। আমাদের যুবসমাজের যে প্রত্যাশা, যেটার জন্য বুক চিতিয়ে তারা লড়াই করেছিল, জীবন দিয়েছিল; তাদের প্রত্যাশা পূরণ এখন আমাদের দায়িত্ব।
আগে থেকে এই জোটে থাকা আট দল হলো- বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/151868