জাতীয় দলে ডাক পেয়ে বিপিএল ছাড়ছেন পাকিস্তানের সাত ক্রিকেটার
স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের সিলেট পর্ব শেষ হলেই বাংলাদেশ ছাড়বেন সাতজন পাকিস্তানি ক্রিকেটার। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে পাকিস্তান দল। এই সফরে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা।
পাকিস্তান ক্রিকেট বোর্ড ইতোমধ্যে সিরিজের জন্য দল ঘোষণা করেছে।
বিপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা যেসব ক্রিকেটার শ্রীলঙ্কা সফরের দলে ডাক পেয়েছেন, তারা হলেন ফাহিম আশরাফ ও খাজা নাফে রংপুর রাইডার্স থেকে। রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলছেন মোহাম্মদ নেওয়াজ ও শাহিবজাদা ফারহান।
এই সাত ক্রিকেটারের শ্রীলঙ্কা সফরের দলে অন্তর্ভুক্তির কারণে বিপিএলের সিলেট পর্ব শেষ হওয়ার আগেই তারা বাংলাদেশ ছাড়বেন বলে ধারণা করা হচ্ছে।
শ্রীলঙ্কা সফরের জন্য পাকিস্তানের টি-টোয়েন্টি দল: সালমান আলি আগা অধিনায়ক, আবদুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফে উইকেটকিপার, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান উইকেটকিপার, সাইম আইয়ুব, শাদাব খান, উসমান খান উইকেটকিপার, উসমান তারিক।