রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ওয়াশিংটনের অনুমোদনই শেষ কথা : ট্রাম্প

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ওয়াশিংটনের অনুমোদনই শেষ কথা : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে যে কোনও সমঝোতা চূড়ান্ত করতে হলে ওয়াশিংটনের অনুমোদনই শেষ কথা-এমনই বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইউক্রেনে শান্তির জন্য কোনও চুক্তি হবে না। এই অবস্থানের মধ্যেই ফ্লোরিডায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন তিনি। 

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করতে যে কোনও চুক্তি করতে হলে যুক্তরাষ্ট্রের সম্মতি প্রয়োজন হবে। পলিটিকোকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি অনুমোদন না দেওয়া পর্যন্ত তার (জেলেনস্কি) কাছে আসলে কিছুই নেই’। রোববার বৈঠক হওয়ার কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘দেখা যাক, তার কাছে কী আছে। আমার মনে হয়, আমাদের আলাপ ভালোই হবে।’ একই সঙ্গে মস্কোর সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টার বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প। তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনাও ‘ভালোভাবেই’ এগোতে পারে এবং তিনি শিগগিরই পুতিনের সঙ্গে কথা বলার আশা করছেন। এর আগে জেলেনস্কি নিশ্চিত করেন-যুদ্ধ শেষ করার খসড়া রোডম্যাপ, নিরাপত্তা নিশ্চয়তা এবং অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করতে তিনি ট্রাম্পের সঙ্গে বসবেন।

অ্যাক্সিওসকে তিনি বলেন, বৈঠকের প্রধান লক্ষ্য হলো চলমান সংঘাতের অবসানের জন্য একটি কাঠামো ও ‘সময়সূচি’ চূড়ান্ত করা। তার ভাষায়, আলোচনার প্রক্রিয়া এখন ‘পরবর্তী ধাপে’ পৌঁছেছে, এখন ফল ত্বরান্বিত করতে প্রেসিডেন্টদের সরাসরি সিদ্ধান্ত প্রয়োজন। এদিকে ক্রেমলিন জানিয়েছে, সম্ভাব্য সমাধান নিয়ে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে সংলাপ বজায় রাখার ব্যাপারে দুই পক্ষের মধ্যে সম্মতি রয়েছে।  খবর : আনাদোলু

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/151809