বগুড়ার ধুনটে ছাত্রলীগ নেতা গ্রেফতার
ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় আওয়ামী লীগের মশাল মিছিল থেকে ছাত্রদল নেতাকর্মীদের ওপর ককটেল হামলার অভিযোগে করা মামলায় সাকিব খান বিজয় (৩০) নামে ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সাকিব খান উপজেলা সদরের পশ্চিমভরনশাহী গ্রামের জাহিদুল ইসলাম খান আজাদের ছেলে এবং ধুনট পৌর নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, আজ রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/151797