রংপুরে ফুটপাতই নিম্ন আয়ের মানুষের ভরসা

রংপুরে ফুটপাতই নিম্ন আয়ের মানুষের ভরসা

রংপুর জেলা প্রতিনিধি: সকাল থেকেই দেখা মেলেনি সূর্যের। শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে রংপুরের নিম্ন আয়ের মানুষের দুশ্চিন্তাও বাড়ছে। সামান্য আয়ের মধ্যে পরিবারকে শীত থেকে রক্ষা করতে শহরের ফুটপাতই এখন তাদের প্রধান ভরসা। বিপণি বিতানের দাম নাগালের বাইরে চলে যাওয়ায় অনেকেই বাধ্য হয়ে ফুটপাতের ভ্যান থেকে কম দামে শীতবস্ত্র কিনছেন। তবে এখানেও অনেকের বাজেটে মিলছে না কাপড়।

রংপুরের সুরভি উদ্যানে গিয়ে দেখা যায়, শিক্ষা অফিসের পাশে সারিবদ্ধভাবে ভ্যানে বিক্রি হচ্ছে সোয়েটার, চাদর, মোজা, মাফলারসহ বিভিন্ন পণ্য। কাপড় ক্রেতা আনোয়ার মিয়া বলেন, মার্কেটে গিয়েছিলাম বাচ্চাদের জন্য সোয়েটার কিনবো বলে কিন্তু বাজেটে কুলায় নাই। দুইটি সোয়েটার এগারোশ’ টাকার কম দিবে না। আমার বাজেট আটশ’ টাকা। তাই ফুটপাতের ভ্যান থেকে দুইটা পাঁচশ’ পঞ্চাশ টাকা দিয়ে নিলাম।

কাপড় ব্যবসায়ী হযরত বলেন, রাস্তার পাশে ভ্যানে করে ব্যবসা করবো সে সুযোগও নেই। পুলিশ দাঁড়াতে দেয় না। খুব সমস্যায় আছি। আমাদের কোন জায়গায় বসার ব্যবস্থা করে দিলে আমরা গরিব মানুষগুলো বেঁচে যেতাম।

রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বলেন, আমরা জেলায় শীতবস্ত্র বিতরণ অব্যাহত রেখেছি। সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগেও শীতার্তের পাশে দাঁড়ানো দরকার। সকলের সহযোগিতা দরকার। সরকারি শীতবস্ত্র চেয়ে ইতিমধ্যে মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে। পর্যায়ক্রমে আরো শীতবস্ত্র বিতরণ করা হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/151757