রজনীকান্তের ‘জেলার ২’-এ শাহরুখ খান

রজনীকান্তের ‘জেলার ২’-এ শাহরুখ খান

বিনোদন ডেস্ক : ভারতীয় সিনেমার দুই মহাতারকাকে আবারও একই ছবিতে দেখা যেতে চলেছে। দক্ষিণের সুপারস্টার রজনীকান্তের আসন্ন সিনেমা ‘জেলার ২’-এ অভিনয় করতে যাচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান এমনই ইঙ্গিত দিয়েছেন ছবিটির অন্যতম অভিনেতা মিঠুন চক্রবর্তী।

সম্প্রতি সিটি সিনেমা-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সহ-অভিনেতাদের প্রসঙ্গে কথা বলতে গিয়ে মিঠুন চক্রবর্তী বলেন, এই ছবিতে মোহনলাল, শাহরুখ খান, রম্য কৃষ্ণন এবং শিবরাজকুমারের মতো তারকারা থাকছেন। তাঁর বক্তব্যে শাহরুখ খানের নাম উঠে আসার পর থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। এই ছবির মাধ্যমে দ্বিতীয়বারের মতো একসঙ্গে পর্দায় মুখোমুখি হতে পারেন শাহখ খান ও রজনীকান্ত। এন্তর আগে ২০১১ সালে মুক্তি পাওয়া ‘রা. ওয়ান’ ছবিতে দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছিল। ওই ছবিতে রজনীকান্ত অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন। উল্লেখ্য, ‘জেলার ২’ হচ্ছে রজনীকান্ত অভিনীত ২০২৩ সালের সুপারহিট ছবি ‘জেলার’-এর সিক্যুয়াল।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/151729