বগুড়ার ধুনটে বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

বগুড়ার ধুনটে বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগের মশাল মিছিল থেকে ককটেল হামলার অভিযোগে করা মামলায় আনোয়ার হোসেন পেনু মল্লিক (৫২) নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় গোপালনগর ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আনোয়ার হোসেন উপজেলার দেউড়িয়া গ্রামের জেল হোসেনের ছেলে এবং গোপালনগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/151713