ঢাকার সামনে রাজশাহীর পুঁজি মাত্র ১৩২ রান
স্পোর্টস ডেস্ক : চলতি বিপিএলের প্রথম ম্যাচে সিলেটকে হারিয়ে দারুণ শুরু করে রাজশাহী ওয়ারিয়র্স। তবে দ্বিতীয় ম্যাচে এসে ঢাকার নিয়ন্ত্রিত বোলিংয়ে রাজশাহী নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৩২ রান তুলতে পেরেছ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে টস জিতে রাজশাহীকে ব্যাট করার আমন্ত্রণ জানান ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি রাজশাহী ওয়ারিয়র্সের। ইনিংসের প্রথম বলেই গোল্ডেন ডাক খেয়ে সাজঘরের পথ ধরেন ওপেনার সাহিবজাদা ফারহান। পরের উইকেটে নামা দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে শুরুর চাপ সামলেই নিয়েছিলেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। কিন্তু জুটিটা বড় করা হয়নি। ২০ রান করে থামেন তানজিদ। আর আগের ম্যাচের সেঞ্চুরিয়ান শান্তর ব্যাট থেকে এসেছে ৩৭ রান। এছাড়া মোহাম্মদ নেওয়াজ ২৬ ও মুশফিকুর রহিম ২৪ রান করেন।
বাকি ব্যাটারদের কেউই বিশের কোটা পূরণ করতে পারেননি। লো-অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় শেষ পাঁচ ওভারে এসেছে মাত্র ২৬ রান। তাতেই অল্প রানেই থেমে যায় রাজশাহীর ইনিংস। ঢাকা ক্যাপিটালসের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন ইমাদ ওয়াসিম। ৪ ওভার বল করে মাত্র ১৬ রান দেন তিনি। এছাড়া দুটি উইকেট নেন নাসির হোসেন। আর একটি করে উইকেটের দেখা পেয়েছেন তিনজন বোলার।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/151691