তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি, চীনা নিষেধাজ্ঞায় ২০ মার্কিন কোম্পানি

তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি, চীনা নিষেধাজ্ঞায় ২০ মার্কিন কোম্পানি

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির কারণে যুক্তরাষ্ট্রের ২০টি প্রতিরক্ষা কোম্পানির ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে চীন। নিষেধাজ্ঞার তালিকায় বোয়িংয়ের একটি শাখা ও নর্থরপ গ্রুম্যানসহ বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠান রয়েছে।

চীন মনে করে, তাইওয়ান তাদের ভূখণ্ডের অংশ। তবে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে তাইওয়ানের প্রধান অস্ত্র সরবরাহকারী। চলতি মাসে তাইওয়ান জানিয়েছে, যুক্তরাষ্ট্র প্রায় ১১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে, যা দেশটির জন্য অন্যতম বড় অস্ত্র চুক্তি। এই চুক্তির তীব্র সমালোচনা করে শুক্রবার (২৬ ডিসেম্বর) চীন জানায়, নিষেধাজ্ঞার আওতায় পড়া কোম্পানিগুলোর সঙ্গে চীনা প্রতিষ্ঠানগুলো কোনো ধরনের ব্যবসা করতে পারবে না। একই সঙ্গে চীনে থাকা তাদের সম্পদ জব্দ করা হবে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এসব অস্ত্র বিক্রি ‘ওয়ান চায়না নীতি’ লঙ্ঘন করেছে এবং এতে চীনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্পের সঙ্গে যুক্ত ১০ জন শীর্ষ কর্মকর্তার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তাদের মূল ভূখণ্ড চীনসহ হংকং ও ম্যাকাওয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে বোয়িং ও নর্থরপ গ্রুম্যান এখনো কোনো মন্তব্য করেনি। সূত্র : এএফপি

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/151684