দায়িত্ব ছাড়ার পর যা বললেন শিবিরের সদ্য সাবেক সভাপতি 

দায়িত্ব ছাড়ার পর যা বললেন শিবিরের সদ্য সাবেক সভাপতি 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বার্ষিক কাউন্সিল সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর)। এর মাধ্যমে সংগঠনটি পেয়েছে নতুন সভাপতি ও সেক্রেটারি। এতে বিদায় নিয়েছেন শিবিরের বর্তমান সভাপতি জাহিদুল ইসলাম।  গতকাল বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় ছাত্রশিবিরের সম্মেলন। যেখানে কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হন নুরুল ইসলাম সাদ্দাম ও কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত করা হয় সিবগাতুল্লাহকে।শিবির থেকে বিদায় নিয়ে সদ্য সাবেক সভাপতি জাহিদুল ইসলাম আবেগঘন বার্তা দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টের পেজে এক পোস্টে জাহিদ লেখেন, আমার প্রাণ প্রিয় কাফেলা। প্রিয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। যেখানে মিশে থাকে আবেগ, ভালোবাসা, শ্রদ্ধা, স্নেহ, ভ্রাতৃত্ব, ত্যাগ, কুরবানি, অদম্য স্পৃহা, হাসি, প্রশান্তির কান্না, রবের গোলাম হওয়ার প্রতিযোগিতা, শাহাদাতের অমিয় সুধা পানের তামান্না।

জাহিদুল ইসলাম বলেন, লক্ষ্য একটাই— মহান আল্লাহ আমাদের যে নির্দেশনা ও দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন তা সঠিকভাবে পালন করে রবের সন্তুষ্টি অর্জন। নব রাহবার আমার প্রিয় ভাই সম্মানিত কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ— কাফেলাকে অনেকদূর এগিয়ে নিয়ে যাবেন। কাফেলার সকল ভাইদেরকে আল্লাহ রহমের চাদরে আবৃত করে রাখুন। কল্যাণকর যোগ্যতা ও দক্ষতা দান করুন। আর এভাবেই কাফেলা একদিন মঞ্জিলে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। পোস্টের শেষে শিবির সভাপতি লেখেন, দেশে-বিদেশে যারা আমাদেরকে ভালোবেসে আমাদের জন্য দোয়া করেন তাদের প্রতিদান আল্লাহর নিকট সোপর্দ করলাম। এই দুনিয়াতে হয়তো অনেকের সাথেই সাক্ষাৎ হবে না, কিন্তু আমাদের রব যেন প্রিয় মানুষগুলোর সাথে অনন্ত জান্নাতে মিলিত করে দেন। আমীন। আমীন ইয়া রব।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/151665