চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ১৩৯ বোতল ভারতীয় নেশার সিরাপ জব্দ 

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ১৩৯ বোতল ভারতীয় নেশার সিরাপ জব্দ 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক ৩টি অভিযানে ১৩৯ বোতল ভারতীয় নেশার সিরাপ জব্দ করেছে বিজিবি। এর মধ্যে রয়েছে ৫০ বোতল ফেনসিডিল ও ৮৯ বোতল চকোপ্লাস সিরাপ। তবে এসব অভিযানে কেউ আটক হয় নি।

গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল পর্যন্ত সোনামসজিদ এবং বিলভাতিয়া বিওপির ৩টি টহল দল অভিযানগুলো চালায়। তবে মেইন আন্তর্জাতিক সীমান্তের  ২০ হতে আড়াইশ গজ বাংলাদেশের ভেতরে অভিযানকালে রাতের অন্ধকার ও কুয়াশার সুযোগে চোরাকারবারিরা পালিয়ে যায়।

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের(৫৯) অধিনায়ক লে.কর্নেল গোলাম কিবরিয়া বলেন, এ নিয়ে গত ১ সপ্তাহে সীমান্তে ৭৭২ বোতল বিভিন্ন নেশাকারক সিরাপ জব্দ করেছে বিজিবি। এসকল ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/151644