রাশেদের গণঅধিকার ছাড়া ও ধানের শীষে নির্বাচনের কারণ জানালেন নুর

রাশেদের গণঅধিকার ছাড়া ও ধানের শীষে নির্বাচনের কারণ জানালেন নুর

আসন্ন জাতীয় নির্বাচনে জয়লাভের কৌশল হিসেবে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী গণঅধিকার পরিষদের শীর্ষ দুই নেতা ভিন্ন ভিন্ন প্রতীকে নির্বাচনে অংশ নেবেন। ফেসবুকে এক পোষ্টে এ কথা জানিয়েছেন নুরুল হক নুর।

দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান ধানের শীষ প্রতীক নিয়ে ঝিনাইদহ-৪ আসন থেকে এবং সভাপতি নুরুল হক নুর দলীয় প্রতীক ট্রাক নিয়ে পটুয়াখালী-৩ আসন থেকে নির্বাচন করবেন। নির্বাচনী কৌশলের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে সংশ্লিষ্ট আসনগুলোতে ভোটের মাঠে জোটগত সমন্বয় ও সাংগঠনিক শক্তি আরও জোরদার হবে বলে মনে করছে গণঅধিকার পরিষদ।

নেতারা আশা প্রকাশ করেন, ভিন্ন প্রতীকে হলেও নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে জনসমর্থন আরও বিস্তৃত হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/151643