না ফেরার দেশে ‘ফুটবলের পিকাসো’ খ্যাত রবার্টসন
স্কটল্যান্ডের সাবেক ফুটবলার ও নটিংহ্যাম ফরেস্টের কিংবদন্তি উইঙ্গার জন রবার্টসন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। এক সময় নটিংহ্যাম ফরেস্টের সফল ম্যানেজার ব্রায়ান ক্লফ তাকে দলের খেলায় শিল্পীর সঙ্গে তুলনা করে ‘আমাদের খেলার একজন পিকাসো’ বলেছিলেন।
জন রবার্টসনের নাম চিরকাল স্মরণীয় হয়ে থাকবে নটিংহ্যাম ফরেস্টের ইউরোপীয় সাফল্যের ইতিহাসে।
আন্তর্জাতিক ফুটবলেও গুরুত্বপূর্ণ অবদান ছিল তার। ১৯৮১ সালে ইংল্যান্ডের বিপক্ষে স্কটল্যান্ডের জয়ে একমাত্র গোলটি করেছিলেন তিনি।
স্কটল্যান্ড জাতীয় দলের হয়ে মোট ২৮টি ম্যাচ খেলেন জন রবার্টসন। গোল করেন ৮টি।
খেলা ছাড়ার পরও ফুটবলের সঙ্গেই যুক্ত ছিলেন জন রবার্টসন। নটিংহ্যাম ফরেস্টের সাবেক সতীর্থ মার্টিন ওনিলের সহকারী কোচ হিসেবে কাজ করেন তিনি। এই দায়িত্বে থেকে ওয়াইকম্ব ওয়ান্ডারার্স, নরউইচ সিটি, লেস্টার সিটি, সেল্টিক ও অ্যাস্টন ভিলার মতো ক্লাবগুলোতে কোচিং করিয়েছেন।
তার মৃত্যুতে স্কটিশ ও ইংলিশ ফুটবলে নেমে এসেছে শোকের ছায়া। নটিংহ্যাম ফরেস্ট ও স্কটল্যান্ড ফুটবলের ইতিহাসে জন রবার্টসন চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন।