গুলিস্তানে মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানে মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

ঢাকার গুলিস্তান জিরো পয়েন্টের খদ্দর বাজার সুপার কমপ্লেক্সের আট তলা ভবনের ছাদের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ শুক্রবার সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে সেখানে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ৫টা ৩৩ মিনিটে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাত শুরু করে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

 

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আকতার বলেন, গুলিস্তান জিরো পয়েন্টের খদ্দর বাজার সুপার কমপ্লেক্সের আট তলা ভবনের ছাদের আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

তিনি বলেন, বিকেল ৫টা ২৮ মিনেট আগুন লাগার খবর পাই। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট সেখানে রওনা দেয়। গুরুতর হওয়ায় আরও দুইটি ইউনিট সেখানে পাঠানো হয়। পরে আরও ২টি ইউনিট পাঠানো হয়। নয়টি ইউনিট আগুন নেভাতে কাজ করে।

 

রোজিনা আকতার আরও বলেন, বাণিজ্যিক ভবনটির আট তলা ভবনের ছাদের ওপর গোডাউন রয়েছে। গোডাউনে মালামাল থাকায় আগুন নিয়ন্ত্রনে আনতে সময় লাগে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/151613