বগুড়ায় যথাযথ মর্যাদায় বড়দিন পালন

বগুড়ায় যথাযথ মর্যাদায় বড়দিন পালন

স্টাফ রিপোর্টার : বগুড়ায় যথাযথ মর্যাদা, আনন্দ-উৎসব ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) শহরের গোহাইল রোডস্থ বগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর উপাসনালয়ে প্রার্থনা, ধর্মীয় গান, আলোচনা সভা, কেককাটা ও কীর্তনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালিত হয়।

ট্রাফিক সার্জেন্ট সত্তবান সরকার উপহারস্বরূপ বড়দিনের কেক প্রদান করেন। যিশু খ্রিষ্টের জন্মদিনের কেক কাটেন মন্ডলীর সভাপতি অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী। কেক কর্তনের পর আলোচনায় তিনি বলেন, বড়দিন খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই দিনে ক্ষমা, করুণা ও মানবপ্রেমের দিশারী যিশুখ্রিষ্ট পৃথিবীতে আবির্ভূত হন।

তিনি মানুষে মানুষে সম্প্রীতি, ভালোবাসা ও শান্তির মহাবার্তা নিয়ে পৃথিবীতে এসেছিলেন। তিনি আরও বলেন, যিশুখ্রিষ্ট ছিলেন সত্যান্বেষী, মানবজাতির মুক্তির দূত ও আলোর দিশারী। তিনি আজীবন মানুষকে ভালোবাসতে, সেবা করতে, ক্ষমা করতে এবং ন্যায় প্রতিষ্ঠার শিক্ষা দিয়েছেন। হিংসা-বিদ্বেষ ও আক্রোশ পরিহার করে সমাজে শান্তি ও স্থিতি প্রতিষ্ঠার পথ দেখিয়েছেন তিনি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-সম্পাদক ছবি বিশ্বাস, এড. বার্নাড তমাল মন্ডল, ডা. রিটা মন্ডল, মার্গারেট বন্দনা জুঁই, প্রাচীন টোনাম সরকার, জর্জেট বুলবুল ব্যাপারি, যুব কনভেনর হিউবার্ড রিমন মারান্ডী, ওয়াইএমসিএ’র সভাপতি মিস অর্পনা প্রামানিকসহ খ্রীষ্টিয় ধর্মাবলম্বীগণ।

এছাড়াও বগুড়ায় সবক’টি চার্চে উদযাপিত হয় বড়দিনের আনুষ্ঠানিকতা। চার্চের পাশাপাশি বিভিন্ন বাড়ি সাজানো হয়। উপাসনালয়ে ধর্মীয় আলোচনায় অংশ নেন পালক গিলবার্ট মৃধা ও সাবেক পালক প্রধান সৌরভ বিশ্বাস। চার্চ প্রাঙ্গণ ধর্মীয় গানে গানে মুখরিত করে তোলে খ্রীষ্টান ধর্মাবলম্বীরা।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/151520