নাটোরের বড়াইগ্রামে মানসম্মত পাটবীজ উৎপাদন
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মানসম্মত পাটবীজ উৎপাদনে সফলতা অর্জন করছেন স্থানীয় কৃষকরা। চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকায় ৯০ বিঘা জমিতে পাটবীজ চাষের ৯০টি প্রদর্শনী প্লট করা হয়েছে। এতে একদিকে যেমন মানসম্মত পাটবীজ উৎপাদন হচ্ছে, অন্যদিকে পাটশাক বিক্রি করেও বাড়তি আয় করছেন কৃষকরা।
স্থানীয় কৃষক এমএইচ নুর হোসেন জানান, উপজেলা পাট অধিদপ্তরের সহায়তায় তিনি নিয়মিত পাটবীজ উৎপাদন করে আসছেন। উৎপাদিত পাটবীজ পরবর্তীতে পাট অধিদপ্তর সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয়/সংগ্রহ করে থাকে, ফলে বাজারজাতকরণে কোনো ঝামেলা পোহাতে হয় না। পাশাপাশি পাটগাছ থেকে পাওয়া পাটশাক স্থানীয় বাজারে বিক্রি করে তাৎক্ষণিক নগদ অর্থও পাওয়া যায়।
উপজেলা পাট কর্মকর্তা মো. মমিনুর রহমান জানান, এবছর বড়াইগ্রাম উপজেলায় মোট ৯০ বিঘা জমিতে পাটবীজ চাষ হয়েছে। কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও মাঠ দিবস, কারিগরি সহায়তা প্রদান করা হচ্ছে, যাতে তারা উন্নতমানের পাটবীজ উৎপাদনে আরও উৎসাহিত হন।
পাটবীজ চাষে এমন সফলতায় কৃষকদের আগ্রহ বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে করে একদিকে যেমন কৃষকদের আয় বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে দেশে মানসম্মত পাটবীজ উৎপাদনেও ইতিবাচক ভূমিকা রাখছে বড়াইগ্রাম উপজেলা।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/151482