বড়দিনের উৎসবমুখর সাজে যে বার্তা দিলেন মেহজাবীন
বড়দিনের আনন্দঘন আবহ ছড়িয়ে পড়েছে দেশের সংস্কৃতি অঙ্গনেও। উৎসবের এই সময়ে শোবিজ অঙ্গনের তারকারা যখন নিজেদের মতো করে আনন্দ ভাগাভাগি করছেন, তখন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী নতুন সাজে মুগ্ধতা ছড়ালেন ভক্তদের মাঝে। বড়দিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করে তিনি জানান দিলেন ভালোবাসা ও সম্প্রীতির বার্তা।
বড়দিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করে তিনি জানান দিলেন ভালোবাসা ও সম্প্রীতির বার্তা। ছবি: অভিনেত্রীর ফেসবুক
প্রকাশিত ছবিগুলোতে মেহজাবীনকে দেখা যায় পুরোপুরি বড়দিনের উৎসবমুখর সাজে। তার পরনে ছিল বড়দিনের চিরচেনা লাল রঙের সোয়েটার, মাথায় সবুজ রঙের ক্রিসমাস হ্যাট। আলোকসজ্জায় মোড়ানো ক্রিসমাস ট্রির পাশে দাঁড়িয়ে নানা ভঙ্গিতে পোজ দিতে দেখা যায় তাকে। ছবিগুলোতে অভিনেত্রীর মিষ্টি হাসি ও প্রাণবন্ত উপস্থিতি যেন মুহূর্তেই ছুঁয়ে গেছে ভক্তদের মন।
ছবির ক্যাপশনে বড়দিন উদযাপনকারী সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে মেহজাবীন লিখেছেন, বড়দিন উদযাপনকারী সকল বন্ধুদের প্রতি ভালোবাসা ও শুভকামনা পাঠাচ্ছি। তার এই শুভেচ্ছাবার্তাকে অনেকেই ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের সুন্দর উদাহরণ হিসেবে দেখছেন। পোস্ট দেয়ার কয়েক মিনিটের মধ্যেই হাজার হাজার লাইক ও মন্তব্যে ভরে ওঠে তার সামাজিক যোগাযোগমাধ্যম।
ছবির ক্যাপশনে বড়দিন উদযাপনকারী সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে মেহজাবীন। ছবি: সংগৃহীত
উল্লেখ্য, মেহজাবীন চৌধুরী দেশের টেলিভিশন নাটকের অন্যতম জনপ্রিয় মুখ। বিজ্ঞাপন দিয়ে ক্যারিয়ার শুরু করলেও নাটক ও ওয়েব কনটেন্টে ধারাবাহিক সাফল্যের মাধ্যমে তিনি দর্শকের আস্থা অর্জন করেছেন। ‘বাকের ভাই’, ‘নিশির ডাক’, ‘পুনর্জন্ম’, ‘কাইজার’সহ নানা আলোচিত কাজে তার অভিনয় প্রশংসিত হয়েছে। শুধু অভিনয় নয়, ব্যক্তিত্ব ও সামাজিক দায়বদ্ধতার কারণেও ভক্তদের কাছে আলাদা জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/151464