রিয়াল ছেড়ে ধারে লিঁওতে ব্রাজিলিয়ান এনড্রিক
স্পোর্টস ডেস্ক : ব্রাজিলিয়ান স্ট্রাইকার এনড্রিক ছয় মাসের ধারে রিয়াল থেকে ফরাসি ক্লাব লিঁওতে যোগ দিয়েছেন। গত সোমবার চুক্তি স্বাক্ষর হয়েছে। এনড্রিক আজ ফ্রান্সে গিয়ে মেডিকেল করার পাশাপাশি চুক্তির আনুষঙ্গিক কাজ সম্পন্ন করবেন।
লিঁওতে এনড্রিক ৯ নম্বর জার্সি পরবেন বলে জানা গেছে। তার এই ক্লাবে যাওয়ার মূল উদ্দেশ্য হলো নিয়মিত খেলার সুযোগ পাওয়া। বিশ্বকাপ ফুটবলের আগে নিয়মিত মাঠে নামাটা তার খুবই প্রয়োজন। না হলে যে বিশ্বকাপে খেলার স্বপ্নপূরণের সুযোগ থাকবে না। এমনিতে রিয়াল তাকে নিয়মিত মাঠে নামায় না বলে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির গুড বুকে নেই তিনি। আগামী কয়েক মাস যদি দারুণ কিছু দেখাতে পারেন, তবেই মিলতে পারে সুযোগ। ইউরোপের বেশ কয়েকটি ক্লাবকে টেক্কা দিয়ে লিঁও এনড্রিককে দলে টেনেছে। ফরাসি ক্লাবটি চ্যাম্পিয়ন্স লিগে না খেললেও ১৯ বছর বয়সী এ তারকা খুব করে চাইছিলেন লিঁওতে যোগ দিতে। লিগ ওয়ান ও ইউরোপা লিগ দিয়ে তিনি এখানে থিতু হতে চান।
লিঁওর ম্যানেজার পাউলো ফনসেকার সঙ্গে কথা বলে নাকি দারুণ খুশি এনড্রিক। ফনসেকার ভাষা পর্তুগিজ বলে ইউরোপে আসার পর ভাষা নিয়ে ব্রাজিলিয়ান এ তারকা যে বিপত্তিতে পড়েছিলেন, সেটা থাকছে না এখানে। এ ছাড়া এখানে ব্রাজিলের এমারসন ও আবনের থাকায় খুব তাড়াতাড়ি দলের সঙ্গে মানিয়ে নিতে পারবেন বলেও আশা করা হচ্ছে। লিঁওতে এনড্রিকের যোগ দেওয়ার আরও একটি কারণ রয়েছে। ক্লাবটি ব্রাজিলিয়ানদের জন্য খুবই পয়া। এখানে যোগ দেওয়ার পরই লুকাস পাকেতা, ব্রুনো গুইমারেস, সনি অ্যান্ডারসন, জুনিনহো ও ফ্রেড নজর কেড়েছিলেন। তাদের পদাঙ্ক অনুসরণ করে এনড্রিক এখানে বাজিমাত করতে চান।
অনেক আশা নিয়ে ২০২৪ সালে পালমেইরাস থেকে বিস্ময়বালক এনড্রিককে উড়িয়ে এনেছিল রিয়াল। জাবি আলোনসো দায়িত্ব নেওয়ার পরই রিয়ালে তার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। এনড্রিক আলোনসোর পরিকল্পনায় নেই, এটা জানিয়ে দিয়ে সর্বশেষ গ্রীষ্মকালীন দলবদলে নতুন ক্লাব খুঁজে নিতে বলা হয়েছিল তাকে। চলতি মৌসুমে লা লিগায় তিনি এক ম্যাচে মাত্র ১১ মিনিট ও চ্যাম্পিয়ন্স লিগে এক ম্যাচে ১০ মিনিট খেলার সুযোগ পেয়েছিলেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/151451