উচ্ছ্বাসে আনন্দে শান্তা-ত্রয়ী
অভি মঈনুদ্দীন ঃ শান্তা জাহান, এই প্রজন্মের-এই সময়ের অন্যতম শীর্ষ উপস্থাপিকা। বছরের শেষপ্রান্তে এসে উপস্থাপনায় ভীষণ ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। কখনো আমেরিকা, কখনো ঢাকায়, কখনো ঢাকার বাইরে উপস্থাপনায় ব্যস্ত থাকছেন তিনি।
শান্তা জাহান আয়োজকদের কাছে এক আস্থার নাম, এক প্রিয় উপস্থাপিকার নাম। যে কারণে তাকে নিয়ে যারা একবার কোনো অনুষ্ঠান করেছেন তারা বারবার তাকে দিয়েই অনুষ্ঠান উপস্থাপনা করানোর চেষ্টা করেন। তার সিডিউল না পেলে ঠিক তখনই অন্য কারো কথা আয়োজকরা চিন্তা করেন। কারণ অনুষ্ঠানে শান্তা থাকলে আয়োজকরাও থাকেন নিশ্চিন্ত।
এদিকে এই প্রজন্মের আরেকজন দর্শকপ্রিয় উপস্থাপিকা হচ্ছেন ত্রয়ী ইসলাম। তিনি মাঝে মধ্যে উপস্থাপনা করেন বলেও জানান। ত্রয়ীর ভীষণ প্রিয় একজন মানুষ, প্রিয় উপস্থাপিকা শান্তা জাহান। এরইমধ্যে দু’জনের একই অনুষ্ঠানে দেখা হলো। একে অন্যকে দেখে ভীষণ উচ্ছ্বাস প্রকাশ করেন। নিজেদেরকে একই ফ্রেমেও নন্দী করে নেন তারা দু’জন।
শান্তা বলেন,‘ ত্রয়ী আমার ভীষণ আদরের। তার পার্সোনালিটি, তার আচার ব্যবহার আমার ভীষণ ভালোলাগে। ত্রয়ীর জন্য শুভ কামনা রইলো।’ ত্রয়ী ইসলাম বলেন,‘ শান্তা আপু আমার ভীষণ ভীষণ প্রিয় একজন মানুষ, ভীষণ প্রিয় একজন উপস্থাপিকাও বটে। তাকে দেখলেই আমার ভালোলাগে, শান্তি শান্তি লাগে। শান্তা আপু আমাকে ভীষণ স্নেহ করেন, কী সুন্দর উপস্থাপনা করেন তিনি। খুউব ভালোলাগে আমার। তার সাথে দেখা হলেই সময়টা দারুণ কাটে। মূলকথা কোয়ালিটি সময় কাটাতে পারি।’
এদিকে ত্রয়ী ইসলাম জনপ্রিয় সঙ্গীতশিল্পী অর্ণবের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/151263