ফিরে এসেই অভিনয়ে ব্যস্ত সানজিদা কানিজ

ফিরে এসেই অভিনয়ে ব্যস্ত সানজিদা কানিজ

অভি মঈনুদ্দীন: এই সময়ের দর্শকপ্রিয় একজন অভিনেত্রী হয়ে উঠছেন সানজিদা কানিজ। একের পর এক ভালো ভালো গল্পের একক নাটক, ধারাবাহিক নাটকে এখন তিনি নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। সেসব নাটক টিভিতে কিংবা ইউটিউবে প্রচারের পর পাচ্ছে দর্শকপ্রিয়তা। পাশাপাশি তার অভিনীত চরিত্রগুলোও আসছে আলোচনায়। যে কারণে তার কাজের পরিমাণও বাড়ছে এখন। এরইমধ্যে অনেক ধারাবাহিক নাটক ও একক নাটকে অভিনয় করেছেন তিনি।

যারমধ্যে বিশেষত উল্লেখযোগ্য হলো সনজিত সরকারের ধারাবাহিক নাটক ‘ম্যানেজ মাস্টার’, সাইদুর রহমানের ‘ধন্য ধন্য বলি’, হাসানুজ্জামান জুয়েলের ‘গুড়বালি’, সোহেল আরমানের ‘জল জোছনা’। এছাড়া বেশকিছু ভালো ভালো গল্পের একক নাটকও রয়েছে। যেমন টুটুল চৌধুরীর ‘বোবা বউ’, আরিফুর রহমানের ‘গরীবের কান্না’, জারজিসের ‘হারানো অতীত’, সবুজের ‘পরিবার’, রায়হানের ‘প্রবাসী কেন আসামী’, সফিক মনিরের ‘চরিত্রহীন স্বামী’, নিয়াজের ‘পিতা পুত্র’, মামুনুর রশীদের ‘মায়ের মর্যাদা’, জামরুল রাজুর ‘স্বাস্থ্য আপা’, মুন্নার ‘প্রেম পুকুর’, মুরাদ পারভেজ-এর ‘মধ্যবর্ত্তিনী’, অনিকের ‘কাইস্টা’সহ আরো বেশকিছু নাটকে অভিনয় করেছেন। এরমধ্যে বেশকিছু নাটক প্রচারিত হয়েছে। কিছু নাটক রয়েছে প্রচারের অপেক্ষায়। মডেল হিসেবে কাজ করেছেন নির্বাচন নিয়ে চ্যানেল আইয়ে প্রচারের জন্য বিজ্ঞাপনচিত্রে। পাশাপাশি দুটি স্কুলের বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন। এরমধ্যে সানজিদা কানিজ একটি সিনেমাতেও অভিনয় করেছেন, যাতে তার সহশিল্পী হিসেবে আছেন শিল্পী সরকার অপু। এই সিনেমায় একজন ডাক্তারের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এক যুগের বিরতির পর অভিনয়ে ফিরে এসে পুরোদমেই ব্যস্ত হয়ে উঠেছেন সানজিদা কানিজ। ২০০০ সালে অনুপম আইচের ‘আতঙ্ক’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে অভিনয়ে তার যাত্রা শুরু। সেই সময়ের জনপ্রিয় ধারাবাহিক ‘বয়রা পরিবার’-এ অভিনয় করে আলোচনায় এসেছিলেন। সোহেল আরমানের ‘রূপ না মন’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে ২০২৪ এ এক যুগ বিরতির পর অভিনয়ে ফিরেন তিনি। সানজিদা কানিজ বলেন,‘ বিরতির পর যেন অভিনয়ের দুনিয়ায় আমার যে প্রত্যাবর্তন হলো তাতে আমি আমার কাজ নিয়ে তৃপ্ত। অনেকেরই নির্দেশনায় অভিনয় করছি। নিজেকে প্রতিনিয়ত অভিনয়ে ভাঙ্গছি গড়ছি, একেক নাটকে একে ধরনের চরিত্রে অভিনয় করছি। সত্যি বলতে কী অভিনয়ে ফেরার পর সবাই ভীষণ সহযোগিতা করছেন। অভিনয়ে অনুপ্রেরণা দিচ্ছেন সহশিল্পীরা। আগামীতে আরো ভালো ভালো গল্পের নাটকে নিজেকে যথাযথভাবে প্রতিষ্ঠিত করতে চাই।’

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/151254