হংকংয়ে কে-পপ কনসার্ট, সম্প্রচার করবে চীনের রাষ্ট্রীয় টেলিভিশন
আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ প্রায় এক দশক ধরে চলা অলিখিত নিষেধাজ্ঞার অবসান ঘটিয়ে আবারও চীনের মূল ভূখণ্ডে ফিরছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সংগীত ‘কে-পপ’। আগামী ফেব্রুয়ারিতে হংকংয়ে অনুষ্ঠিত হতে যাওয়া বিশাল কে-পপ কনসার্ট চীনের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত হবে বলে জানিয়েছে আয়োজক সংস্থা।
একে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক ও সাংস্কৃতিক টানাপোড়েন কাটিয়ে সম্পর্কের নতুন অধ্যায় শুরুর ইঙ্গিত হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা।
আয়োজক প্রতিষ্ঠান ‘ফ্রম এন্টারটেইনমেন্ট’ জানিয়েছে, ২০২৬ সালের ৬ ফেব্রুয়ারি থেকে হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্কে দুই দিনব্যাপী ‘ড্রিম কনসার্ট’ অনুষ্ঠিত হবে। এই কনসার্টের ধারণকৃত অংশ চীনের রাষ্ট্রায়ত্ত ‘হুনান টেলিভিশন’-এ প্রচার করা হবে। আয়োজক সংস্থার এক কর্মকর্তা একে এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করে বলেন, সাংস্কৃতিক বিনিময় বন্ধ হওয়ার পর দীর্ঘ বছর বাদে এটিই হবে চীনের মূল ভূখণ্ডে সম্প্রচারিত প্রথম কোনো কে-পপ কনসার্ট।
এই পরিবর্তনের নেপথ্যে রয়েছে দুই দেশের শীর্ষ পর্যায়ের সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা। গত মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ১১ বছর পর দক্ষিণ কোরিয়া সফর করেন এবং দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট লি জে মিউংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। সেখানে অন্যান্য বিষয়ের পাশাপাশি সাংস্কৃতিক বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়। মূলত ২০১৭ সালে দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের শক্তিশালী মিসাইল শিল্ড সিস্টেম মোতায়েনের প্রতিবাদে চীন দেশটিতে দক্ষিণ কোরীয় কনসার্ট ও টেলিভিশন শো-এর ওপর অনানুষ্ঠানিক নিষেধাজ্ঞা জারি করেছিল। সাম্প্রতিক শীর্ষ বৈঠকের পর সেই বরফ গলতে শুরু করেছে বলে ধারণা করা হচ্ছে।
চীনের মূল ভূখণ্ডের বাজারে কে-পপের ফেরার সংবাদে শেয়ারবাজারেও ব্যাপক ইতিবাচক প্রভাব পড়েছে। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার বিনোদন সংস্থাগুলোর শেয়ারের দাম ছিল ঊর্ধ্বমুখী। এর মধ্যে হাইবের শেয়ারের দাম ৫ শতাংশ এবং এসএম এন্টারটেইনমেন্টের শেয়ারের দাম ৮ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এছাড়া জেওয়াইপি ও ওয়াইজি এন্টারটেইনমেন্টের শেয়ারের দামও ৩ থেকে ৪ শতাংশ বেড়েছে। যদিও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, তারা এই কনসার্ট বা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য জানে না।
আগামী বছরের শুরুর দিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউংয়ের চীন সফরের পরিকল্পনা রয়েছে বলে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। এর আগে গত নভেম্বর মাসে কে-পপের জনপ্রিয় আসর ‘ড্রিম কনসার্ট’ আবুধাবিতে অনুষ্ঠিত হয়েছিল। এছাড়া গত মাসেই সিজে ইএনএম হংকংয়ে তাদের বার্ষিক মামা (অ্যাওয়ার্ডসের আয়োজন করে। তবে রাষ্ট্রীয়ভাবে চীনে সম্প্রচারের এই উদ্যোগ দক্ষিণ কোরিয়ার বিনোদন জগতের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করা হচ্ছে।
সূত্র: সিএনএ
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/151246